এর কারনেই বাংলাতে থাকতে ভয় লাগে। বাংগালীর স্বভাব এটাই যতই বলেননা কেনো বাংগালীর খাই খাই স্বভাব কোনোদিনও যাবে না। আমি এই কথা দুইদিন আগেও বলছে যে এখানে আল্ট ব্যবহার করে অনেকে নিজেই নিজের একাউন্টে মেরিট দিয়ে আখের গোছানোর চেষ্টায় আছে এরা ঝামেলায় পড়বে এবং এখন দেখতে তারা তো মরবেই সাথে নিস্পাপ কিছু একাউন্ট নিয়েও মরবে। বাংলাতে আমি প্রতিনিয়তই পোস্ট পড়ি এবং অনেক কিছুই দেখতে পাই অনেক ভালো পোস্ট পরে থাকে মেরিট পায় না কিন্তু (কংগ্রাচুলেশনস, ধন্যবাদ অমক তোমক লিখেই মেরিটের ছড়াছড়ি। দুইদিন পর পরই দেখা যায় কংগ্রাচুলেশনস এর বৃষ্টি হয়। আবার একজন যখন Full Member+ হয়ে যায় তার বাংলা ফোরামের সার্থ শেষ তখন একটা সিগনেচারে জয়েন হলেই দেখা যায় সে বাংলা থেকে ধীরে ধীরে হাওয়া হয়ে যাচ্ছে এবং পড়ে থাকে নতুন একাউন্টগুলো এরা তো আবার যা মন চায় তাই লিখে পোস্ট করে (কে কি খাইলো, আজকে নামাজ পড়ছো কে, সামনে ঈদ, অমক তোমক হাবি জাবি যা ক্রিপ্টো রিলেটেড কিছু না। এভাবে বাংলা বোর্ডে কোনোভাবেই ভালো করা সম্ভব না।
কে ভাই আপনি? আমার মনের কথা গুলার সাথে আপনার কথার এতো মিল পাইলাম কেনো?এই কথা গুলো আমি অনেকদিন ধরে লিখবো ভাবতেছিলাম, কিন্তু সবাই তো নেগেটিভ ভাবে নিবে তাই লেখি নাই। তবে মাঝে মাঝে আমি কিছু কথা তুলে ধরি। থ্রেড এ কোন পোস্ট টা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না, সেটাও পাবলিক বুঝে না। একজন র্যাংক আপ করলে দেখি ছবি এডিট করে সেটাতে নাম লিখে কংগ্রাচুলেশনস জানাতে থাকে। মজার ব্যাপার হলো, একই ছবি তে শুধু নাম আর রেংক চেঞ্জ করে সবাইকেই কংগ্রাচুলেশনস জানায়। আর এসব পোস্ট গুলাতেই মেরিট আসে। সিরিয়াল ধরে মেনশন করা হচ্ছে, পোস্ট ভালো হলে বলে ধন্যবাদ, এগিয়ে যান। পোস্ট দেখে মনে হয় সিনিয়র রা রাজনৈতিক লিডার, ওনাদের সাথে সহমত প্রকাশ করি। ভাই এগিয়ে যান, শুভ কামনা হেন তেন। যাই হোক, অনেকে আবার এসব পোস্ট করে মেরিট না পাওয়ার জন্য আপসেট। আমি বলবো আপসেট হওয়ার দরকার নেই। কোয়ালিটি পোস্ট করেন, মেরিট পাবেন।