Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 14/06/2023, 04:14:08 UTC
⭐ Merited by Learn Bitcoin (1)
আমাদের লোকালদের যে কি পরিনাম সুনাম, তা গ্লোবালে এক্সপ্লোর করলেই বুঝা যায়। কখন কে কি করে কিছুই বুঝতেছি না। কে কোন আমলে কি করে গেছে, সেটার সাথে অন্য কারো মিল খুজে সেটার মাঝে অন্যদের ও মিল খোজা হয়। আর এটার মধ্যে আবার আমাদের দেশীরা ফুয়েল দেয়। সবাই লোকালে যা করেন, সেটার ইফেক্ট গ্লোবালেও পড়ে। অতিরিক্ত লোকালে পড়ে থাকলেও ঝামেলা। এগুলাও নাকি সন্দেহজনক। অনেকেরই হয়তো ২য় একাউন্ট আছে। আমারো খোলা দরকার মনে হচ্ছে। লোকাল যেমন অনেকের জন্য ভালো, তেমনি আবার অনেকের জন্য অভিশাপ হয়ে আসছে। এর দ্বায় আসলে কার? কে অপরাধ করে চুপ করে বসে থাকে, আর কে অপরাধ না করে বসে থাকে, কিছুই বোঝা যাচ্ছে না। আমি তো কোনো কনটেষ্ট এ অংশগ্রহন করি নাই। করার ইচ্ছে থাকার পরেও করি নাই। মেরিট ফিশিং পোষ্টও করি নাই। তারপরও আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এখানে আসলে হচ্ছে টা কি?
এর কারনেই বাংলাতে থাকতে ভয় লাগে। বাংগালীর স্বভাব এটাই যতই বলেননা কেনো বাংগালীর খাই খাই স্বভাব কোনোদিনও যাবে না। আমি এই কথা দুইদিন আগেও বলছে যে এখানে আল্ট ব্যবহার করে অনেকে নিজেই নিজের একাউন্টে মেরিট দিয়ে আখের গোছানোর চেষ্টায় আছে এরা ঝামেলায় পড়বে এবং এখন দেখতে তারা তো মরবেই সাথে নিস্পাপ কিছু একাউন্ট নিয়েও মরবে। বাংলাতে আমি প্রতিনিয়তই পোস্ট পড়ি এবং অনেক কিছুই দেখতে পাই অনেক ভালো পোস্ট পরে থাকে মেরিট পায় না কিন্তু (কংগ্রাচুলেশনস, ধন্যবাদ অমক তোমক লিখেই মেরিটের ছড়াছড়ি। দুইদিন পর পরই দেখা যায় কংগ্রাচুলেশনস এর বৃষ্টি হয়। আবার একজন যখন Full Member+ হয়ে যায় তার বাংলা ফোরামের সার্থ শেষ তখন একটা সিগনেচারে জয়েন হলেই দেখা যায় সে বাংলা থেকে ধীরে ধীরে হাওয়া হয়ে যাচ্ছে এবং পড়ে থাকে নতুন একাউন্টগুলো এরা তো আবার যা মন চায় তাই লিখে পোস্ট করে (কে কি খাইলো, আজকে নামাজ পড়ছো কে, সামনে ঈদ, অমক তোমক হাবি জাবি যা ক্রিপ্টো রিলেটেড কিছু না। এভাবে বাংলা বোর্ডে কোনোভাবেই ভালো করা সম্ভব না।




সবাই সাবধানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এখন এবং ফরেন রিজার্ভও প্রায় খালি যার কারনে কয়লা আমদানিতে আটকে গিয়েছিলো বাংলাদেশ। এর জন্য পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটই বন্ধ রয়েছে যার ইফেক্ট আমাদের উপর পরছে। কারেন্ট থাকে না দিন রাতের অধিকাংশ সময়ে। আর সরকার এখন রাজস্ব আদায়ে অনেক মরিয়া হয়ে উঠেছে। যাদের ETIN  আছে তাদের এখন করযোগ্য আয় না হলেও দিতে হবে ২০০০ টাকা আয়কর রিটার্ন।
এদিকে হুন্ডি ব্যবসার দিকে কড়াভাবে নজর রাখা হচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি ক্রয়/বিক্রয়ের উপরেউ রাখা হচ্ছে কড়া নজরদারি তাই যারা Binance P2P তে ডলার ক্রয়/বিক্রয় করেন তারা সাবধান হোন এবং এর সাথে অন্য কোথাও ক্রয়/বিক্রয় করাতেও সতর্কতা অবলম্বন করুন। তা না হলে যেকোনো সময় ঝামেলায় পরতে পারেন। বাংলাদেশ ব্যাংকের এই নোটিশ লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং এর সাথে কাজ করছেন মোবাইল ব্যাংকিং কম্পানি NAGAD

Already everything bitcoin related is banned in our country still we are using bitcoin but recently government of our country may be more strict about using bitcoin. NAGAD, the popular mobile banking service of our country, is currently conducting a cautionary campaign in various ways to transact through Bitcoin in our country. They are using social media and leaflets as part of the campaign. Since we are involved with Bitcoin, these things seem scary to us. I already have some investment in Bitcoin and I am thinking of investing some more but at this time news like this is making me weak mentally.  
I don't know what we should do at this point.

এইটা কী @Fuso.hp ভাই ?  এটা আমাদের দেশের একটা ব্যাক্তিগত সমস্যা যা আমি এখানে শেয়ার করেছিলাম আপনি আবার সেই আমার কথাগুলোই নিজের মতো করে লিখে একটা টপিক খুলে ফেললেন। কি দরকার ছিলো এটার বলেন। তাও আবার অন্যের সোর্স কপি করে করার। একটা কথা এবার না বইলা পারতেছি না। এই বাংলাতে এইটা ঐটা পোস্ট করে লোকাল কমিউনিটির সিনিয়রদের সাহায্যে এবং পিজ্জা কন্টেন্টে জয়েন করে অনেক মেরিট পেয়েছেন তা না হলে মেম্বার ও হতে পারতেন কি না সন্দেহ। তবে একটা কথা মনে রাইখেন স্বাধীনতা অর্জনের  থেকে রক্ষা করা কঠিন। তাই কোনো পোস্ট করার আগে চিন্তা ভাবনা করে তারপর কইরেন। দয়া করে নিজের সাথে সাথে বাংলা বোর্ডেও মান মাইরেন না। আমি শুধু  @Fuso.hp ভাইকেই বলছি না এর সাথে সাথে আরো যারা এমন আছেন সবাইকে একই কথা বলছি। দয়া করে এমন কাজ করবে না জাতে আপনিও বিপদে পরের এর সাথে বাংলাদেশ লোকাল বোর্ডেরও মান যায়