এবং সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সম্প্রতি MSTR এ বিনিয়োগ তুলনামুলক অনেক বেশি করেছে। যেখানে SEC ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে একপ্রকার যুদ্ধই করতেছে, সেখানে এইরকম বড় বড় নামগুলোকে বিটকয়েনে বিনিয়োগ করা একটা প্রতিষ্ঠানের স্টক ক্রয় করতে দেখাটা আসলেই চিন্তার বিষয়।
তবে, এইখানে আরো একটা ব্যাপার থেকে যায় যে SEC কিন্তু বিটকয়েন এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না কিংবা করবেও না। সম্প্রতি যা কিছুই হয়েছে সব কিন্তু এক্সচেঞ্জ + অল্টকয়েন নিয়েই হয়েছে। সেক অনেকগুলো ক্রিপ্টোকেই সিকিউরিটি বলছে।
আমার মনে হয় অনেক প্রতিষ্ঠান আছে যারা কিনা ক্রিপ্টোকারেন্সিতে মানে বিটকয়েনে ইনভেস্ট করছে কিন্তু বেশিরভাগ মানুষ তা জানতে পারছেনা । এমনকি প্রতিষ্ঠান গুলাও প্রকাশ করছেনা। আমার মনে হয় যেসকল প্রতিষ্ঠান গুলো এখন ইনভেস্ট করছে তারা আরো কয়েক বছর পরে আত্তপ্রকাশ করবে, এটা করার মুল কারন হতে পারে তারা চাইছে যেনো আরো বেশি করে বিটকয়েন সংরক্ষণ করতে পারে ।