Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 18/06/2023, 18:26:22 UTC
তাই সবার উদ্দেশ্যে বলছি চাকরির পিছনে না দৌড়িয়ে এমন একটি অভিজ্ঞতা অর্জন করুন যার মাধ্যমে আপনি একজন আদর্শ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বা এমন একটি মুক্ত পেশায় অভিজ্ঞতা অর্জন করুন, যেখানে আপনি নিজেই নিজের বস হিসেবে কাজ করবেন.

অভিজ্ঞতা অর্জন করলেই আপনি যে উদ্যক্তা হতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশ এ অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি এখনও বেকার বসে আছে। নিজের একটি ব্যাবসা করতে গেলেও টাকার প্রয়োজন। আপনার বাবার সম্পত্তি না থাকলে আপনি সেটিও করতে পারবেন না। এটলিস্ট বাংলাদেশ এ এইটা সম্ভব না। Opportunity ই নাই এই দেশ এ। চাকরি খারাপ জিনিশ না। আপনি যদি নিজের সাথে খাপ খাইয়ে এবং নিজের যোগ্যতা দিয়ে কোনো চাকরি নিতে পারেন, আলহামদুলিল্লাহ। এই চাকরি থেকে আপনি টাকা জমিয়ে নিজের একটি ব্যাবসা চালু করতে পারবেন। অথবা চাকরির সাথে সাথে আপনি একটি ব্যাবসা ও চালাইতে পারবেন।
সিস্টেম টাই ব্রোকেন, এইখানে আপনি হাজার চাইলেও নিজের যোগ্যতা দিয়ে কিছু করতে পারবেন না। আর করলেও অন্যরা আপনার পা ধরে টেনে নামাবে। এইটাই বাংলাদেশ।
তবে বলতে চাই, চাকরির পিছনে দৌড়ানো খারাপ কিছু না। পেয়ে গেলে তো চিন্তা মুক্ত, আর চাকরির পাশাপাশি আপনার অভিজ্ঞতা বাড়ান। তাহলে চাকরির এডভান্টেজ ও পাবেন এবং অভিজ্ঞতা থাকেল তা পরে কাজে লাগিয়ে নিজের মত কিছু করতে পারবেন। তবে একটি ছেড়ে অন্যটি কে মূখ্যভাবে নেওয়া টা যুক্তিসম্মত না।