একটা "Tender" ওয়েবসাইট তৈরি করার জন্য আমার একজন লারাভেল ডেভলপার লাগবে। যদি কারো পরিচিত ডেভলপার থেকে থাকে, তাহলে আমাকে জানাতে পারেন।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করেন।
আপনি যে পেমেন্ট অফার করেছেন আমার মনে হয় না কেউ আগ্রহী হবে। আমি আপনার ওই টপিক পড়েছি। যা বুঝলাম আমার কাছে বেশ কয়েকদিনের কাজ মনে হল। এত বড় কাজের জন্য ২০০ ডলার পেমেন্ট খুবই ছোট এমাউন্ট। স্পেশ্যালি ভালো একজন ডেভেলপারের জন্য এইটা অনেক ছোট। আমি বেশ কিছু প্রজেক্টে কাজ করেছি এবং দেখেছি বেশিরভাগ ডেভ অনেক বেশি চার্জ করে। এই এমাউন্ট দিয়ে আপনি কাউকে হায়ার করতেও পারেন, তার পিছনে আপনাকে অনেক সময় দিতে হবে অথবা আপনি যা চান সে তার সিকিভাগও করে দিতে পারবে না। অযথা সময় এবং রেপুটেশন দুইটাই যাবে। আমার মনে হয় পেমেন্ট আপনি ডেভ থেকে শুনেন, সেইটাই ভালো হয়।
আমি আজকে সম্ভবত আপনার একটা গ্রাফিক্স ডিজাইনের পোর্টফলিও ওয়েবসাইট দেখেছি। এইটা কি আপনার? কাজগুলো কি আপনি নিজে করেন? এইখানে আমি এবং অন্য একজন ক্যাম্পেইন ম্যানেজার একজন গ্রাফিক্স ডিজাইনার খুঁজছি। আপনারা যদি বিটকয়েনটকে এনাউন্সমেন্ট টপিক, বাউন্টি টপিকগুলো ডিজাইন, সিগ্নেচার ডিজাইন অর্থাৎ বিটকয়েনটকের কাজগুলোতে যেসব গ্রাফিক্স স্কিল লাগে, সেগুলো সরবরাহ করতে পারেন তাহলে আমাকে নক দিতে পারেন।
এক্ষেত্রে প্রতি জন আবেদনকারীর জন্য দিতে হয় 500 টাকা, যদি এই চাকরির জন্য 60 লাখ লোক ফর্ম সম্পূর্ণ করেন। তাহলে মোট টাকার পরিমাণ =(500×6000000)
=300,0000000
=300 কোটি টাকা
কোন চাকুরীতে বাংলাদেশে ৬০ লক্ষ মানুষ আবেদন করে একটু বলবেন কি? আমার জানাশোনা মতে ৫/৬ লাখের বেশি আবেদন কোথাও হয় না। আর আবেদন ফি ৫০০ টাকাই বা কয়টা চাকুরীতে নেয়?