Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 20/06/2023, 16:52:21 UTC
সময় এবং রেপুটেশন দুইটাই যাবে। আমার মনে হয় পেমেন্ট আপনি ডেভ থেকে শুনেন, সেইটাই ভালো হয়।

ধন্যবাদ লিটিল মাউস ভাই আপনার মূল্যবান পরামর্শ দেয়ার জন্য।

Quote
আমি আজকে সম্ভবত আপনার একটা গ্রাফিক্স ডিজাইনের পোর্টফলিও ওয়েবসাইট দেখেছি। এইটা কি আপনার? কাজগুলো কি আপনি নিজে করেন? এইখানে আমি এবং অন্য একজন ক্যাম্পেইন ম্যানেজার একজন গ্রাফিক্স ডিজাইনার খুঁজছি। আপনারা যদি বিটকয়েনটকে এনাউন্সমেন্ট টপিক, বাউন্টি টপিকগুলো ডিজাইন, সিগ্নেচার ডিজাইন অর্থাৎ বিটকয়েনটকের কাজগুলোতে যেসব গ্রাফিক্স স্কিল লাগে, সেগুলো সরবরাহ করতে পারেন তাহলে আমাকে নক দিতে পারেন।

জি ভাই ওটা আমার ওয়েবসাইট। ভাই আমার একটা টিম আছে আমরা টিম বেশ কাজ করি। আপনি যে ধরনের ডিজাইন দিবেন সেটা করে দিতে পারব। আপনার কি ধরনের কাজ ডিজাইন দরকার, সেই ধরনের যদি কিছু স্যাম্পল পাওয়া যেত তাহলে আমার জন্য খুব ভালো হতো। আপনি দেখলাম সাইটে কিছু মেইল করেছেন। দু-একটা ডিজাইনও পাঠিয়েছেন এগুলো করে দেয়া যাবে। শুধু আপনার কখন লাগবে আমাকে একটু বলবেন। আর সময়টা মেনশন করে দিলে ভালো হয়, সময় কেমন পেতে পারি।