Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 21/06/2023, 03:17:25 UTC
~Snip
Quote
কোনো কাজই ছোট না ভাই। আমি নিজে মাছ চাষ করি, চাল এর ব্যাবসা করি। আশে পাশের অনেকে অনেক কিছু ই বলে। তাদের কথা তে আমার দিন চলবে?

জি ভাই পৃথিবীর কোন কাজে ছোট না। পৃথিবীতে অনেক বড় বড় ব্যক্তিদের ইতিহাস ঘাটলে দেখবেন তারা সবাই কোন না কোন সময়, খুব ছোট মনের কাজ করেছিলেন। হয়তো কেউ জুতা সেলাই করেছিলেন, হয়তো কেউ হোটেলে কাজ করেছিলেন, কিছু না কিছু ছোট কাজ করেছিলেন। তার মানে কি তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন না?

@tjtonmoy ভাই, আমি আজ সত্যিই অনেক গর্বিত আপনার উপর। বাংলাদেশে মাছ চাষ কর,  গরুর খামার দেয়া, পোল্ট্রি ফার্ম দিয়া, এগুলা বর্তমান সময় খুব লাভজনক ব্যবসা। আমি যেটা মনে করি ভাই, আপনি কাজ করে খাচ্ছেন, আপনি চুরি করে তো খাচ্ছেন না? তাহলে মানুষ খারাপ বলবে কেন?

Quote
মা ও একসময় টাকা ইনকাম না করলে কথা শোনায়, সেখানে আশেপাশের মানুষ এর কথা কি জিনিশ? নিজেকে নিজের মত করে গড়ে তুলুন।

এটা সত্য কথা যে, মা বাবা একটা সময় সন্তানদের উপর বিরক্ত হয়ে যায়। যদি সেই সন্তান ইনকাম করতে না পারে। আল্লাহ পৃথিবীর সকল মানুষকে সুখী হওয়ার তৌফিক দান করুক। সব সন্তান যেন সব বাবা মাকে খুশি করতে পারে এই কামনা করি।

@2Pizza410000BTC ভাই,
আর এটা সত্যি কথা যে, নিজেকে নিজের মনের মতো করে গড়ে তুলুন। মন যেটা চায়, সেটাই করুন!