কারো যদি ইউনিক ডিজাইন এর টি শার্ট ডিজাইন বা টি-শার্ট প্রয়োজন হয় বা কেউ যদি নিজের ব্রান্ড তৈরি করতে চান বা বানাতে চান আমাকে জানাতে পারেন।
আপনার টি-শার্ট ডিজাইনের কথা জেনে একটা ব্যাপার জানার ইচ্ছে হলো। আপনি কি এম্যাজন কিন্ডেল নিয়ে কাজ করেন? যেটাকে কেডিপি বলা হয়ে থাকে। বিভিন্ন প্রকার বুক ডিজাইন, কালারিং বুক, লগ বুক ইত্যাদি। কেডিপি মার্কেট এ বই পাবলিশ করার ইচ্ছে ছিলো। প্রপার গাইড না থাকার কারনে কাজ করা হয়ে উঠেনি। আরেকটা পপুলার ক্যাটাগরির কাজ হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। এটা নিয়েও জানার ইচ্ছে ছিলো। তবে সবই যেহেতু গ্রাফিক্স রিলেটেড, তাই আপনার কাছে জানতে চাইলাম।
আমাদের থ্রেড এর কেউ কি ইনএকটিভ উইনডোজ ১০ বা ১১ ব্যাবহার করেন? অনলাইনে একটা একটিভেশন কি পেয়েছি যেটার মেয়াদ লাইফটাইম। কারো যদি লাগে আমাকে নক করতে পারেন। একদম ফ্রি। প্রথমে ভেবেছিলাম ফেক নাকি, তাই নিজেই ইউজ করে দেখলাম যে ঠিক আছে।
আমার প্রয়োজন ছিল, পাইলে খুব উপকৃত হইতাম।
আপনাকে ইনবক্সে একটিভেশন কি দিয়েছি। একটিভ করে আমাকে জানাবেন কাজ হলো কি না। আমার জানামতে এই কি টা আরো অনেকবার ব্যাবহার করা যাবে।