Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 21/06/2023, 13:57:34 UTC
@wtsimis ভাই আপনি অতি দ্রুত আপনার পোস্টটি কোন উৎস থেকে অনুবাদ করেছেন সেটা উল্লেখ করেন।
এখানে আপনার পোস্টটি Plagiarism report করা হয়েছে।
https://bitcointalk.org/index.php?topic=1926895.msg62438082#msg62438082
আপনি অতি দ্রুত আপনার পোষ্টের নিচে উৎসের লিংক যোগ করে দিন।
ভাই আমি দুঃখিত, আমি প্রথমে এই লিংকটা এড করেছিলাম। কিন্তু কি মনে করে যেন আবার এডিটিং করে এই লিংকটা ডিলিট করে দিয়েছিলাম। এখন আবার লিংক এড করেছি। কোন সমস্যা হবে কি?
আপনি পোষ্ট করার আগেই সম্ভবত লিংক টা রিমুভ করে দিয়ে পোষ্ট করেছিলেন। এডিটিং হিষ্টোরি তে তাই শুধু নতুন পোষ্ট এ লিংক দেখা যাচ্ছে। যাই হোক, যেহেতু কেস হ্যান্ডেল হওয়ার আগেই আপনি লিংক এড করে দিয়েছেন, আশা করি সমস্যা হবে না। এরকম আন ইন্টেশনাল ভুল অনেক সময় হয়ে যেতে পারে। তবে যখনই চোখে পড়বে, চেষ্টা করবেন ভূল শুধরে নিতে। ফোরামে আরো অনেকগুলো কেস আছে যেখানে পোষ্ট এডিট করে দেয়ার পর আর সেটা হ্যান্ডেল করা হয়নি। বা হ্যান্ডেল করলেও ব্যাড রিপোর্ট দেখিয়েছে।

ক্রিপ্টো ওয়ালেট স্ক্যাম্ একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছ। Nami ওয়ালেট ব্যবহারকারীরাও তাদের ক্রিপ্টোসম্পদ ADA চুরি হওয়ার অভিযোগ করেছিলো।একটি ফিশিং App "Nami cardano wallet" নাম ব্যবহার করে গ্রাহকের সীড প্রেইস চুরি করেছে। আশ্চর্যের বিষয় এই এপ্লিকেশন Apple app store এ এভিয়্যালেভেল।অথচ Nami একটি ব্রাউজার ভিত্তিক ওয়ালেট এক্সটেনশন যা Cardano ব্লকচেইনের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য এবং এটি নন-কাস্টোডিয়াল।তাই কোন ওয়ালেট সম্পর্কে বিস্তারিত না জেনে ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।অন্যথায় নিজের বিনিয়োগ ও অর্জিত ক্রিপ্টো সম্পদ হারাতে হবে।
কয়েকদিন আগে এটমিক ওয়ালেট নিয়ে একটা ঝামেলা হয়েছে। অনেক এটমিক ওয়ালেট ইউজারদের বিটকয়েন হ্যাক হয়ে গেছে। অনেকেই মনে করছেন এটা্র একটা ফিশিং এটাক হতে পারে। আবার অনেকে এটার জন্য এটমিক ওয়ালেট কেই দায়ী করছেন।