ভাই আমি দুঃখিত, আমি প্রথমে এই লিংকটা এড করেছিলাম। কিন্তু কি মনে করে যেন আবার এডিটিং করে এই লিংকটা ডিলিট করে দিয়েছিলাম। এখন আবার লিংক এড করেছি। কোন সমস্যা হবে কি?
আপনি পোষ্ট করার আগেই সম্ভবত লিংক টা রিমুভ করে দিয়ে পোষ্ট করেছিলেন। এডিটিং হিষ্টোরি তে তাই শুধু নতুন পোষ্ট এ লিংক দেখা যাচ্ছে। যাই হোক, যেহেতু কেস হ্যান্ডেল হওয়ার আগেই আপনি লিংক এড করে দিয়েছেন, আশা করি সমস্যা হবে না। এরকম আন ইন্টেশনাল ভুল অনেক সময় হয়ে যেতে পারে। তবে যখনই চোখে পড়বে, চেষ্টা করবেন ভূল শুধরে নিতে। ফোরামে আরো অনেকগুলো কেস আছে যেখানে পোষ্ট এডিট করে দেয়ার পর আর সেটা হ্যান্ডেল করা হয়নি। বা হ্যান্ডেল করলেও ব্যাড রিপোর্ট দেখিয়েছে।
ধন্যবাদ ভাই, আসলে আমি আগে লিংক এড করে পোস্ট করেছিলাম কিন্তু পরে কি মনে করে যেন এডিটিং করে আবার লিংক ডিলিট করে দিয়েছিলাম। এটাতে দেখতে পারেন ভাই