ফোনের চালু থাকা অপশনের মাধ্যমেই হতে পারে আপনার ওয়ালেট হ্যাক
Realme ফোনের সাহায্যে চীন ব্যবহারকারিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে চীনে পাঠিয়ে দিচ্ছে।
এই হীন কর্মকাণ্ড ফোনের একটি সেটিংসের মাধ্যমে করে থাকে । যাদের ফোনে এই অপশনটি চালু আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে ফেলুন। অবশ্য এই অপশনটি ফোনে অটোমেটিক ভাবে আগেই চালু করা থাকে। এটা কিছু কিছু ফোনে Inhanced intelligent service নামে পরিচিত। এটি চালু করা থাকলে বন্ধ করে ফেলুন
অপশনটি বন্ধ করতে আপনাকে আমাকে যা করতে হবে।
প্রথমে Setting অপশনে যেতে হবে
যাওয়ার পর Additional Setting যেতে হবে
যাওয়ার পর System settings অপশনে ক্লিক করুন।
যাওয়ার পর Inhanced intelligent service অপশনটি যদি চালু থাকে তাহলে বন্ধ করুন।
সবশেষে আপনার ফোনটি Restart করুন।
হ্যাঁ এটা স্বাভাবিক হ্যাঁক হওয়ার ঘটনা ঘটতেই পারে। তবে শুধুমাত্র মোবাইল ফোনে কোন অপশন চালু রাখলে হ্যাক হয়ে যাবে এমনটি নয়। আমি একজন oppo ফোন ইউজার কিন্তু আমার ফোনে সেটিং অপশনে আপনার দেওয়া ইন্সট্রাকশন ফলো করে দেখলাম এরকম কোন অপশন চালু নেই। আমি inhanced intelligent service অপশনটি খুঁজে পেলাম না। তবে অন্য কোন ফোনে আছে কিনা সেটা বলতে পারলাম না।
আপনার এরকম ফোনের অপশনের বাইরেও কিছু কতিপয় জিনিস আছে যেগুলো আপনি সতর্কতার সহিত ব্যবহার করবেন।
- আপনার মোবাইল ফোনটি যত্রতত্র ফেলে রাখবেন না এতে চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
- আপনার ফোনে যদি ওয়াইফাই অথবা মোবাইল ডাটা ইউজ করার প্রয়োজন না থাকে তাহলে যত সম্ভব এগুলো অফ করে রাখুন এতে আপনার ওয়াইফাই এর সার্ভার কেউ প্রবেশ করতে পারবে না
- আপনার ফোনে লোকেশন অপশনটি যথাসম্ভব বন্ধ রাখার চেষ্টা করবেন। লোকেশন চালু রাখলে আপনার ডিভাইসটি হ্যাকারদের প্রবেশাধিকার এলাকা চলে আসতে পারে।
- আপনি যখন গুগল প্লে স্টোর থেকে কোন অ্যাপস ডাউনলোড করবেন তখন অহেতুক আপনার আইডেন্টিফিকেশন কোন তথ্য দেবেন না। আপনি বিশ্বস্ত কোন এপস ডাউনলোড ছাড়া অহেতুক মনের খেয়াল মত কোন অ্যাপস ডাউনলোড দেবেন না।
- আপনি টেলিগ্রাম অথবা অন্য কোন এয়ার্ডোবের চ্যানেলগুলোতে দেওয়া কোন লিংকে প্রবেশ করে কোন একাউন্ট করবেন না অথবা আপনার ওয়ালেট কানেক্ট করবেন না। ওই সমস্ত লিংকে প্রবেশ করে কোন অ্যাপস ডাউনলোড দেবেন না।
- আপনি যথাসম্ভব আপনার ডিভাইসের পাসওয়ার্ড অথবা কোন একাউন্টের পাসওয়ার্ড একটু লম্বা করার চেষ্টা করবেন এবং বিভিন্ন ক্যারেক্টার লেটার ও সিম্বল সম্বলিত পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন।