ফোনের চালু থাকা অপশনের মাধ্যমেই হতে পারে আপনার ওয়ালেট হ্যাকhttps://www.talkimg.com/images/2023/06/21/HF6La.jpegআমরা প্রতিনিয়ত কোন না কোন ওয়ালেট, তথ্য, পাসওয়ার্ড,ব্যাংকের যাবতীয় তথ্য,ব্যক্তিগত ইনফরমেশন ইত্যাদি চুরি বা হ্যাক হওয়ার খবর শুনে থাকি। অতি সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে
Realme ফোনের সাহায্যে চীন ব্যবহারকারিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে চীনে পাঠিয়ে দিচ্ছে।
এই হীন কর্মকাণ্ড ফোনের একটি সেটিংসের মাধ্যমে করে থাকে । যাদের ফোনে এই অপশনটি চালু আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে ফেলুন। অবশ্য এই অপশনটি ফোনে অটোমেটিক ভাবে আগেই চালু করা থাকে। এটা কিছু কিছু ফোনে
Inhanced intelligent service নামে পরিচিত। এটি চালু করা থাকলে বন্ধ করে ফেলুন
অপশনটি বন্ধ করতে আপনাকে আমাকে যা করতে হবে।
প্রথমে
Setting অপশনে যেতে হবে
যাওয়ার পর
Additional Setting যেতে হবে
যাওয়ার পর
System settings অপশনে ক্লিক করুন।
যাওয়ার পর
Inhanced intelligent service অপশনটি যদি চালু থাকে তাহলে বন্ধ করুন।
সবশেষে আপনার ফোনটি
Restart করুন।
আমার এই পোস্টটি শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা বেশিরভাগ ইউজার ফোন ব্যবহার করে থাকি। আমাদের মত সাধারণ ছোট ছোট ইউজাররা সর্বদা ওয়ালেট হ্যাকের মত ঘটনার সম্মুখীন হচ্ছে।যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে মোবাইল ফোন ব্যবহার কারীরা একটু হলেও সচেতন হতে পারবে।
জাগোনিউজ২৪ এর প্রতিবেদন:
https://www.jagonews24.com/m/technology/news/863336 হ্যাঁ, ভাই আপনি ঠিকই বলেছেন আমি গত পরশুদিন এই বিষয়ে একটি ইন্ডিয়ান TV9 Bangla চ্যানেলে একটি খবর প্রচার করতে দেখেছি.তারা জানিয়েছে 16 টি দেশকে টার্গেট করেছে চীন. নিউজটি তে বলা হয় ঋষি বাগড়ি নামে একজন ব্যক্তি একটি চীনা ফোনের সেটিং ঘাটতে ঘাটতে দেখতে পেলেন যে Enhance Intelligence Service নামে একটি অপশন রয়েছে. যদি এই অপশনটি চালু থাকে তাহলে ব্যবহারকারীর সকল তথ্য হাতিয়ে নেয়. এই তথ্যটির বিস্তারিত জানিয়ে ঋষি বাগড়ি তথ্যপ্রযুক্তি মন্ত্রী কে ত্যাগ করে একটি টুইট বার্তা প্রদান করেন এরপরেই মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান সরকার বিষয়টি তদন্ত করে দেখছে. চীনা সংস্থা দাবি করছে গ্রাহকদের সব তথ্য তাদের কাছে সুরক্ষিত অবস্থায় থাকে. কিন্তু এই বিষয়টি বিশ্বাস করা আসলেই একটি বোকামির কাজ.
তাই সবার উদ্দেশ্যে বলছি একটু সতর্ক হোন.
আর এই বিষয় বিস্তারিত দেখার জন্য এই লিংকটি ওপেন কর: https://fb.watch/lk4M2ckQqx/