Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 22/06/2023, 17:07:44 UTC
⭐ Merited by hugeblack (1) ,HelliumZ (1)
ফোনের চালু থাকা অপশনের মাধ্যমেই হতে পারে আপনার ওয়ালেট হ্যাক




আমরা প্রতিনিয়ত কোন না কোন ওয়ালেট, তথ্য, পাসওয়ার্ড,ব্যাংকের যাবতীয় তথ্য,ব্যক্তিগত ইনফরমেশন ইত্যাদি চুরি বা হ্যাক হওয়ার খবর শুনে থাকি। অতি সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে Realme ফোনের সাহায্যে চীন ব্যবহারকারিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে চীনে পাঠিয়ে দিচ্ছে।
এই হীন কর্মকাণ্ড ফোনের একটি সেটিংসের মাধ্যমে করে থাকে ‌‌। যাদের ফোনে এই অপশনটি চালু আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে ফেলুন। অবশ্য এই অপশনটি ফোনে অটোমেটিক ভাবে আগেই চালু করা থাকে। এটা কিছু কিছু ফোনে Inhanced intelligent service নামে পরিচিত। এটি চালু করা থাকলে বন্ধ করে ফেলুন ‌
অপশনটি বন্ধ করতে আপনাকে আমাকে যা করতে হবে।

প্রথমে Setting অপশনে যেতে হবে
যাওয়ার পর Additional Setting যেতে হবে
যাওয়ার পর System settings অপশনে ক্লিক করুন।
যাওয়ার পর Inhanced intelligent service অপশনটি যদি চালু থাকে তাহলে বন্ধ করুন।
সবশেষে আপনার ফোনটি Restart করুন।

আমার এই পোস্টটি শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা বেশিরভাগ ইউজার ফোন ব্যবহার করে থাকি। আমাদের মত সাধারণ ছোট ছোট ইউজাররা সর্বদা ওয়ালেট হ্যাকের মত ঘটনার সম্মুখীন হচ্ছে।যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে মোবাইল ফোন ব্যবহার কারীরা একটু হলেও সচেতন হতে পারবে।

জাগোনিউজ২৪ এর প্রতিবেদন: https://www.jagonews24.com/m/technology/news/863336


অনেক সময় আমরা অনেকেই অবাক হয়ে যাই যে ওয়ালেটের কোন প্রকার তথ্য কারো সাথে শেয়ার না করে আমাদের ওয়ালেট গুলো কিভাবে হ্যাক হয়ে গেল বা আমাদের ওয়ালেটের অ্যাক্সেস কিভাবে অন্যের হাতে চলে গেল। কিন্তু আমরা নিজের অজান্তেই যে ভুলগুলো করছি সে ভুলগুলো সম্পর্কে আমরা নিজেও জানিনা যে ভবিষ্যতে এই ছোট ভুল গুলোর জন্য আমাদের কত বড় বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। আমাদের প্রয়োজনে বিভিন্ন এপ্লিকেশন আমরা মোবাইলে ইন্সটল করে থাকি। হয়তো আমরা প্লে স্টোর থেকে অ্যাপ গুলো ইন্সটল করে থাকি তাই আমরা অনেকটাই নিশ্চিন্ত যে গুগল প্লে স্টোর এর অ্যাপ গুলো অথরাইজড অ্যাপ তাই নিশ্চিন্তে আমরা সেই অ্যাপ গুলো মোবাইলে ইন্সটল করে ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু এমন অনেক স্ক্যাম অ্যাপ আছে যে অ্যাপগুলো মোবাইলে ইন্সটল করার পর বিভিন্ন পারমিশন চাইবে কারণ পারমিশন না দিলে ওপেন হবে না যখন আমরা সেই অ্যাপ মোবাইলে ওপেন করার জন্য পারমিশন দিব তখন অটোমেটিক আমাদের ফোনের সমস্ত তথ্য ওইসব প্রতারক ব্যক্তিদের হাতে চলে যাবে এবং আমরা একটি মুহূর্তের জন্য বুঝতে পারব না। প্রত্যেকের ফোনে সাধারণত গোপন কিছু বিষয় থাকে যদি ফোনের এক্সেস কোন ভাবে অন্যজনের হাতে চলে যায় তাহলে সে কিন্তু আপনার গোপন জিনিসগুলো কালেক্ট করে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তাই অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে ইন্সটল করা থেকে আমাদের বিরত থাকতে হবে। যেহেতু আমরা ক্রিপ্ট কারেন্সির সাথে জড়িত আছি তাই আমাদের আরো সতর্ক থাকতে হবে যাতে পরবর্তীতে আমরা সমস্যায় না পড়ি।