Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 23/06/2023, 01:26:04 UTC
ফোনের চালু থাকা অপশনের মাধ্যমেই হতে পারে আপনার ওয়ালেট হ্যাক




আমরা প্রতিনিয়ত কোন না কোন ওয়ালেট, তথ্য, পাসওয়ার্ড,ব্যাংকের যাবতীয় তথ্য,ব্যক্তিগত ইনফরমেশন ইত্যাদি চুরি বা হ্যাক হওয়ার খবর শুনে থাকি। অতি সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে Realme ফোনের সাহায্যে চীন ব্যবহারকারিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে চীনে পাঠিয়ে দিচ্ছে।
এই হীন কর্মকাণ্ড ফোনের একটি সেটিংসের মাধ্যমে করে থাকে ‌‌। যাদের ফোনে এই অপশনটি চালু আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে ফেলুন। অবশ্য এই অপশনটি ফোনে অটোমেটিক ভাবে আগেই চালু করা থাকে। এটা কিছু কিছু ফোনে Inhanced intelligent service নামে পরিচিত। এটি চালু করা থাকলে বন্ধ করে ফেলুন ‌
অপশনটি বন্ধ করতে আপনাকে আমাকে যা করতে হবে।

প্রথমে Setting অপশনে যেতে হবে
যাওয়ার পর Additional Setting যেতে হবে
যাওয়ার পর System settings অপশনে ক্লিক করুন।
যাওয়ার পর Inhanced intelligent service অপশনটি যদি চালু থাকে তাহলে বন্ধ করুন।
সবশেষে আপনার ফোনটি Restart করুন।

আমার এই পোস্টটি শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা বেশিরভাগ ইউজার ফোন ব্যবহার করে থাকি। আমাদের মত সাধারণ ছোট ছোট ইউজাররা সর্বদা ওয়ালেট হ্যাকের মত ঘটনার সম্মুখীন হচ্ছে।যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে মোবাইল ফোন ব্যবহার কারীরা একটু হলেও সচেতন হতে পারবে।

জাগোনিউজ২৪ এর প্রতিবেদন: https://www.jagonews24.com/m/technology/news/863336


যদি এই প্রতিবেদনটি সঠিক হয় তাহলে অবশ্যই আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কেননা আমরা অনেক ফিউচার আছি যারা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে থাকি আর এসে ক্ষেত্রে যদি এরকম সমস্যার সম্মুখীন হই তাহলে আমাদের অবশ্যই অর্থগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে আমি এরকম একটি খবর শুনেছিলাম মোবাইলের যাবতীয় ইনফরমেশন নাকি অটোমেটিক চলে যায় হ্যাকারদের কাছে কিছু কিছু অ্যাপস আছে যেগুলো মোটেও সুরক্ষা নয়। অনেক অ্যাপস এ দেখা যায় চালু করলে বিভিন্ন সেটিং allow করতে বলে আর এই সেটিং গুলো চালু করলে যাবতীয় ইনফরমেশন হ্যাকাররা সংগ্রহ করতে পারে। তবে এটি কতটুকু নিশ্চিত আমি জানিনা তবুও আমাদের সচেতন হয়ে কাজ করতে হবে কেননা একজন ব্যক্তির ওয়ালেটে তার ভবিষ্যতের জন্য অনেক অর্থ সঞ্চয় করে রেখেছে সেগুলো যদি হারিয়ে ফেলি তাহলে অবশ্যই সে অনেকটা আবেগপূর্ণ হয়ে যাবে।

আর প্রতিবেদনটিতে যদিও  Realme ফোনের কথা বলা হয়েছে তাহলে যারা এই ফোনটি ব্যবহার করে তাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। চীনাদের মাথায় প্রচুর বুদ্ধি এবং তারা অনেক জ্ঞানী তাদের দ্বারা সবকিছুই সম্ভব হতে পারে , আর এটি একটি ছোট বিষয় তাই মনে করি এটি সঠিক হতে পারে এজন্য আমাদেরকে সচেতন থাকা সবচেয়ে বেশি জরুরী। যেহেতু @2Pizza410000BTC ভাই এ বিষয়ে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে তাই যারা এই ফোনটি ব্যবহার করেন তারা অবশ্যই এই অপশনে গিয়ে বন্ধ করুন তাহলে আপনার জন্য ভালো হতে পারে।
একবার যদি ওয়ালেট হ্যাক হয় পরবর্তীতে আর সেটা ফিরে পাওয়া সম্ভব নয় বিশেষ করে সমস্ত অর্থ হারিয়ে পরবর্তীতে আর কিছু করার থাকবে না।