Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Volimack
on 23/06/2023, 02:43:29 UTC
উইনডোজ এর কোড যদি অফিসিয়াল না হয়ে থাকে তাহলে অনেক সফটয়্যার আছে যেগুলা ব্যাবহার করতে সমস্যা করে, তবে আপনি অরিজিনাল কোড পেয়ে থাকলে সেটা অবশ্যই ভালো, আমি যতোদুর জানি ডিজিটাল লাইসেন্স একটা "কেয়" মাত্র একটা পিসির সাথেই কানেক্ট করা যায়। সেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে সেই মাদারবোর্ড যতোদিন থাকবে ইন্টারনেট কানেকশন দিলেই এক্টিভ হয়ে যাবে ।

আমরা বেশিরভাগ মানুষ পাইরেসি করা উইওন্ডোস ব্যাবহার করে অভ্যস্থ, আমরা বেশিরভাগ মানুষ ইউন্ডোস ব্যাবহার করি কিন্ত দোকান থেকে সিস্টেম সেটাপ দিয়ে নিয়ে আসি, আর দোকানদার গুলো পাইরেসি করা ইউন্ডোস দিয়ে দেয় আমাদেরকে এই কারনেও অনেক সময় আমরা হ্যাকিং এর শিখার হয়ে থাকি। আপনার সাথে আমিও একমত যে উইন্ডোস অফিসিয়াল না হলে অনেক সফটওয়্যার এর ফুল শুবিধা পাওয়া যায়না । প্রোফেশনাল এনিমেশনের কাজ করে তাদের জন্যে সমস্যা বেশি হয় ।