
মাঝে মাঝে বিকেল বেলায় শীতের মৌসুমে বাড়ির পাশে বর একটি স্কুল মাঠ ছিল সেই সময়ে গ্রামের মুরুব্বিরা আষারে গল্প বলতো অর্থাৎ কিছু গাঁজাখুরি গল্প বলে আমাদের আনন্দ দিত। যে যত বেশি গল্প বলে আমাদের হাসাতে পারতো সে ততো বেশি ভালো গল্পকার হতো।
আজকে ওই রকম একটি কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। বিটকয়েন আগামী মাসের শেষের দিকে ২ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে এমন মন্তব্য করেছেন Tron এর CEO Justin SUN । তার এই মন্তব্য আপনারাই বলুন সত্য হবে কিনা। এর আগে কে যেন বাজি ধরেছিল আগামী ৯০ দিনের মধ্যে বিটকয়েনের ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে। কই সেই প্রিডিকশন, তারা মূলত আষাড়ে গল্প করতে ভালোবাসেন এবং মাঝে মাঝে আমাদের আষাড়ে গল্প শোনান।আমরা সবাই সেই গল্প শুনে আনন্দ লাভ করি। তবে বিটকয়েন আগামী সময়ে অন্য পর্যায়ে চলে যাবে এটা সুনিশ্চিত কিন্তু সেই পর্যায় আগামী মাস থেকেই শুরু হবে এমনটি বিশ্বাস করাও মাঝে মাঝে বিকেল বেলায় মুরব্বিদের শোনানো আষাড়ে গল্পের মতো মনে হয়।
এর আগে
বালাজী শ্রীনিবাসন বাজি লাগিয়েছিলেন জুন মাসে ১ বিটকয়েন নাকি ১ লক্ষ ডলার হবে। আর মাত্র কয়েকদিন আছে তাই তার বাজির মেয়াদকাল ফুরিয়ে যাবে।
এই ধরনের কাল্পনিক নিউজ যা শুধু কল্পনাই করা যায়, যা কোনদিন সত্যি সত্যি হবে না। এই ধরনের ভুয়া নিউজ দেখে বিটকয়েনে বিনিয়োগ করা উচিত নয়। বিটকয়েনের দাম বাড়বে না এমন নয়, বাড়বে অবশ্যই এত হবে না, আবার কমে যেতে পারে। তাই আমাদের সকলের উচিত ঝুকি নিয়ে বিনিয়োগ করতে হবে, দাম বাড়বে অথবা কমবে। নিউজ এর উপর ভিত্তি করে বিনিয়োগ করা উচিত নয়।
ভাই আমার মনে হয় এখানে ছোট একটি কারেকশন হবে। আপনি বলছেন জুনে 1 লক্ষ্ হবে যতদুর জানি সেখানে বলা হয়েছিল 1 মিলিয়ন বা 10 লাখ ডলার সমপমিান হবে। তবে সত্যিই এই ধরনের প্রাইস প্রেডিকশন স্বাভাবিকভাবে অসম্ভব ছিল। কিন্তু কিছু লোক যে সেটি বিশ্বাস করে নি তা নয়। এমন অনেক বিনিয়োগকারী ছিলেন যারা বালাজী শ্রীনিবাসনের কথায় বিশ্বাস করেছিলেন। তবে সেটি যে অন্ধ বিশ্বাস ছিল তা নিয়ে কোন সন্দেহ নেই। বিটকয়েনকে নিয়ন্ত্রন করা সম্ভব নয়। বালাজী শ্রীনিবাসনের বাজির পরিমান যদি আরও বেশিও হত সেটিও কোন ব্যাপার ছিল না। বিটকয়েন তার নিজস্বগতিতে চলবে। তবে বালাজী শ্রীনিবাসনের বাজিতে হেরে যাওয়া এবং তার ভিত্তিহীন প্রেডিকশন যদিও সফল হয় নি তবে একজন বিটকয়েন বিনিয়োগকারী হিসেবে আমি মনে করি তাকে যারা ফলো করেছিল তারা আজকে কিছুটা্ হলেও প্রফিটেবল। বিটকযেনে বিনিয়োগ করে তা হোল্ড করা হলে বিটকয়েন অবশ্যই আপনাকে নিরাশ করবে না।