আচ্ছা সহজ কথায় বুঝিয়ে দেই, আমরা পরিশ্রম করে কিছু বিটকয়েন উপার্জন করি এবং সেই বিটকয়েন বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে কুরবানী করলে আমার মনে হয় না সেটা নাজায়েজ হবে বরং একটি সৎ উপায়ে উপার্জিত টাকায় কুরবানী হবে ।
বিটকয়েন আমার মনে হয় এখনো পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে ভবিষ্যতে লিগ্যাল হওয়ার জন্য। এটিকে ভালো খারাপ দুই ভাবেই ব্যবহার করা যায় যা সাধারণ টাকার ক্ষেত্রেও প্রযোজ্য। যুগে যুগে মুদ্রা প্রচলনে নতুন নতুন প্রযুক্তি যুক্ত হবে এটাই স্বাভাবিক। আর তারই একটি অংশ হলো বিটকয়েন। যেহেতু এখনো বিটকয়েন জায়েজ বা নাজায়েজ নিয়ে দুই ধরনের মতামত আছে তাই আমি মনে করি অন্যান্য সরকার বিটকয়েন কে বৈধতা দিলে হয়তো বিটকয়েন কে অধিকাংশ রাই জায়েজ ফতোয়া দিতে পারে। সরকার এটাকে লিগ্যাল করার পক্ষে নয় কারণ তখন সরকার বিটকয়েন ব্যবহারের জন্য ট্যাক্স রেগুলেশনস প্রয়োগ করতে পারবে না আবার ব্যাংকগুলো এমনিতেই নাজায়েজ আর তাদের প্রতি বিরূপ প্রভাব পড়বে যদি বিটকয়েন লিগ্যাল করা হয়।
এখন আমরা ধরে নিয়েছি এটি একটি ভার্চুয়াল মুদ্রা এবং এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড তাই আমরা স্বাভাবিক মুদ্রার মত এটি যদি উপার্জন করি তাহলে এটা নাজায়েজ হওয়ার কথা নয় যদি না আমরা নাজায়েজ কাজের মাধ্যমে এটি উপার্জন করি যেমন : জুয়া প্রমোট করা, সুদে ধার নেয়া ও দেয়া, ফিউচার ট্রেড করা ও অন্যান্য। এটা শুধুমাত্র আমার মতামত আমি ইসলামিক বিষয়ে অতটা পারদর্শী নই যে সরাসরি কিছু বলবো। তাই যেহেতু এটি আমাদের কাছে একটি মুদ্রা ব্যবস্থা ও সম্পদ আমরা আশা করতে পারি অদূর ভবিষ্যতে বিটকয়েন সরকার দ্বারা বৈধতা পাবে এবং অধিকাংশ ফতোয়ায় বিটকয়েন জায়েজ ঘোষিত হবে।