Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 25/06/2023, 18:28:00 UTC
শুধুমাত্র ব্ল্যাকরক এর মারকেট ক্যাপ দেখলাম ১০১ মিলিয়ন। আর এই ছবিতে দাবি করা হচ্ছে ৯ ট্রিলিয়ন  Huh
এইখানে মার্কেট ক্যাপিটাল বোঝানো হয় নি। ব্ল্যাকরক একটা এসেট ম্যানেজমেন্ট কম্পানি। বর্তমানে তাদের প্রায় ৯ ট্রিলিয়ন এসেট ম্যানেজমেন্টে আছে।

বিশ্বের বড় বড় ওলামাকেরাম বিভিন্ন মন্তব্য করেন যে বিটকয়েন সাধারণত অপরাধমূলক প্রবণতায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেমন বিটকয়েন দিয়ে অনলাইন কেসিনো, অনলাইন জুয়া, আন্তর্জাতিক চোরাচালান , অস্ত্র কেনাবেচা, নারী পাচার ইত্যাদি অপরাধমূলক কার্যসম্পন্ন হয় বলে একে হারাম কারেন্সি হিসেবে আখ্যায়িত করা হয়।
১। অনলাইন ক্যাসিনো? টাকা, ডলার, ইউরো দিয়েও জুয়া খেলা যায়।
২। আন্তর্জাতিক চোরাচালান? টাকা, ডলার, ইউরো দিয়েও হয়।
৩। অস্ত্র কেনাবেচা? ২০০৯ সালের আগে কি অস্ত্র বেচাকেনা বন্ধ ছিল?
৪। নারী পাচার? ২০০৯ সালের আগে কি নারী পাচার হয় নি?

এইসব অপরাধে এখনো যদি হিসেব করা হয় তাহলে ইতিহাসের বড় বড় অপরাধগুলো বিটকয়েন এর সাহায্যে হয় নি নিশ্চয়ই। তাহলে উক্ত বড় বড় আলেম ওলামারা কেন টাকা কিংবা ডলার কিংবা ইউরো ব্যবহার করছেন? বাই দ্য ওয়ে, স্বর্ণ বর্তমানে হুন্ডি ব্যবসার প্রধান হাতিয়ার। তারা কি স্বর্ণ ব্যবহার বন্ধ করেছে? এইসব আলেম ওলামার কাতারে যাবে না যদি তারা এইসব উদ্ভট কথা বলে। এইটা কোন যুক্তি হতেই পারে না আসলে।