Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 27/06/2023, 07:45:48 UTC
cut~
এই কুরবানীর ও বিটকয়েন সম্পর্কে আমিও দুচারটি কথা বলি। আমাদের সমাজে বর্তমানে এমন অনেক লোক আছে যাদের দেখা যায় সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানী করছে। এখন এটাকে আমরা কি বলবো?

আর এখানে অনেকেই আছেন সিগনেচার ক্যাম্পাইনে প্রমোট করে বিটকয়েন উপার্জন করছেন। এখানে অনেক পরিশ্রম করতে হয় সপ্তাহে ২৫ প্লাস পোস্ট করতে হয়। এবং আরো অনেকে আছেন যারা বাউন্টি করেন তারা অনেক পরিশ্রম করে ফেসবুক টুইটারের মাধ্যমে শেয়ার পোস্ট করে, বাউন্টি ক্যাম্পিয়ান প্রমোট করে কিছুটা টোকেন উপার্জন করেন। সবাই কাজ করার পারিশ্রমিক হিসেবে  বিটকয়েন পেয়ে থাকেন।

আর অনেকেই মনে করেন বিটকয়েনে বিনিয়োগ করা এবং জুয়া খেলা একই কথা। আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা ব্যাবসায়ের মতো পন্য ক্রয় করা। কেননা বিটকয়েনে বিনিয়োগ  করলে লাভ এবং ক্ষতির দুদিক রয়েছে।

আমাদের দেশে যারা সুদ ঘুষের ইনকাম দিয়ে কুরবানী করছেন। আমি মনে করি তাদের থেকে আমরা যারা বিটকয়েনের টাকা দিয়ে কুরবানী করব তাদেরটাই উত্তম।

আসছে ২৯ শে জুলাই পবিত্র ঈদুল আযহা আমার পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা,,