Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 28/06/2023, 15:54:23 UTC
অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদুল আযহা

আগামী ২৮ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দর দিন পবিত্র ঈদুল আযহা আর এই পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আমাদের বাংলা কমিটির সকল ভাইদের জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।


ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস!

ঈদ মোবারক আগামী 29 শে জুন (হয়তো ভুল ক্রমে আপনি ২৮ তারিখ দিয়েছেন)। ঈদের শুভেচ্ছা রইল সকল মুসলমান ভাইদের প্রতি ঈদের আগাম দাওয়াত। সকলেই মিলে আমরা কুরবানীতে অংশগ্রহণ করব এবং যে সকল ভাইয়েরা অংশগ্রহণ করতে পারে নাই তারা অবশ্যই সাহায্য করবেন।
বৃহস্পতিবার সকলের সুখের এবং হাসির দিন কামনা করি যেন আনন্দ উল্লাসে সবাই ঈদের আনন্দ সকলের মাঝে উপভোগ করতে পারেন।

Sorry for my mistake  Cheesy Cheesy.
ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।

অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদুল আযহা

আগামী ২৮ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দর দিন পবিত্র ঈদুল আযহা আর এই পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আমাদের বাংলা কমিটির সকল ভাইদের জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।


ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস!

ঈদ মোবারক আগামী 29 শে জুন (হয়তো ভুল ক্রমে আপনি ২৮ তারিখ দিয়েছেন)। ঈদের শুভেচ্ছা রইল সকল মুসলমান ভাইদের প্রতি ঈদের আগাম দাওয়াত। সকলেই মিলে আমরা কুরবানীতে অংশগ্রহণ করব এবং যে সকল ভাইয়েরা অংশগ্রহণ করতে পারে নাই তারা অবশ্যই সাহায্য করবেন।
বৃহস্পতিবার সকলের সুখের এবং হাসির দিন কামনা করি যেন আনন্দ উল্লাসে সবাই ঈদের আনন্দ সকলের মাঝে উপভোগ করতে পারেন।


হতে পারে উনি কুমিল্লা অথবা নোয়াখালীর বাসিন্দা। আমরা অনেকেই জানি যে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের অনেক এলাকায় সৌদির সাথে দিন মিলিয়ে ঈদ এবং রোজা পালন করে থাকে। সেই হিসাবে ওনার এলাকায় হয়তো আজকেই ঈদ উদযাপন করা হয়ে গেছে। যদিও এটা নিয়ে অনেকের অনেক দ্বীমত পোষন করে থাকেন এবং এটা একটা কন্ট্রোভারশিয়াল ম্যাটার। আমরা কারো বিশ্বাস নিয়ে এখানে কথা বলতে চাই না। যারা নোয়াখালী এবং কুমিল্লা এলাকায় ঈদ পালন করছেন, তাদেরকেও ঈদ মোবারক। কোরবানীর ঈদের উসিলায় আমরা আমাদের মনের অহংকার, হিংসা, রাগ সকল কিছুকে কোরবানী করে নতুন ভাবে শুরু করবো এই আশা করছি।

সকলকে আবারো ঈদ মোবারক!
Grin ভাই আসলে আমার খেয়াল ছিলনা আজকে ২৮ তারিখ তবে আমার ভুল হতে হয়ে গেছে সারাদিন গরুর হাটে তোরা দেরি করে মাথাটা পুরাই পাগলের মত হয়ে গেছে তাই একটু একটু ভুল হচ্ছে  Grin Grin
তবে ভাই আমি কুমিল্লা অথবা নোয়াখালীর বাসিন্দা নই এই কথাটা বলে পুরাই আমাকে বাংলাদেশ থেকে ছুড়ে ফেলে দিয়ে অন্য একটি রাষ্ট্রে ফেলে দিলেন  Grin
তবে কুমিল্লা এবং নোয়াখালী হয়তো তারা আমাদের এই দেশের বাহিরের কোন দেশ হবে  Grin তাই তারা সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ উদযাপন করে Grin তবুও তাদেরকে ঈদের শুভেচ্ছা।
এই ঈদুল আযহার উপলক্ষে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম সেই সাথে সকলের জন্য কোরবানির দাওয়াত রইলো।
ঈদ মোবারক