এরি ফাকে ছোট একটা প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে চাই, যে Sign করা message চেক করার ক্ষেত্রে কি ওই প্লাটফর্মি ব্যবহার করতে হয়, যে প্ল্যাটফর্ম দ্বারা মেসেজটি Sign করা হয়েছে? আমি কয়েকটা মেসেজ ভেরিফিকেশন করতে গিয়ে ভেরিফিকেশন করতে পারলাম না,নাকি আমি নিজেই সঠিক পদ্ধতি , বা কোন ভুল করতেছি এর জন্য হয়নি এটাও বুঝতেছিনা, পাশাপাশি মেসেজ ভেরিফিকেশন করার জন্য ভালো কোন ওয়েবসাইট সাজেশন চাচ্ছি ?
Sign Message বিষয়টা কি ভাই ?
আমি আসলে জানতে চাচ্ছি এটার কাজ কি ? মনে হয় ফোরামে একটা পোস্ট দেখেছিলাম সেখানে এটা করলে মেরিট দিত। আমাকে একটু বিস্তারিত বলবেন------