Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 30/06/2023, 18:47:46 UTC
অফ টপিক পোস্ট এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকে আমার ১৯৭১ নাম্বার পোস্ট করা কমপ্লিট হয়েছে। যেহেতু ১৯৭১ একটি সংখ্যা হওয়া সত্বেও বাঙালি হিসেবে আমাদের কাছে এর গুরুত্ব অনেক। তাই ভাবলাম লোকাল থ্রেড এ একটি পোস্ট করে ফেলি। কবে এত পোস্ট করে ফেলেছি নিজেও জানি না। তবে এটি আজ আমার জন্য অনেক বড় একটি পাওয়া।

অনেক দিন ধরেই লোকাল কমিউনিটির সাথে আছি। আপনাদের অনেক হেল্প পেয়েছি, অনেক কিছু জেনেছি আপনাদের কাছে থেকে, সকল কিছুর জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখতে দেখতে অনেক দিন পার করে ফেললাম আপনাদের সবার সাথে। আশা করি আগামী দিন গুলো তে আপনাদের সাথে এইভাবেই থাকতে পারব ইনশাআল্লাহ। সবাইকে ঈদ এর শুভেচ্ছা। ঈদ মোবারক।
অভিনন্দন ভাই আজকে আপনার পোস্টটি দেখে আমাদের সেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধর কথা মনে পড়লো। আমরা ৯ মাস যুদ্ধ করার পর আমাদের সোনার বাংলা পেয়েছি। কিন্তু বর্তমানে কিছু লোকের জন্য আমাদের সোনার বাংলা আর সোনার নেই। যদি আমাদের ১৯৭১ সালে আমাদের সোনার বাংলা না পাইতাম তাহলে আমরা বিটকয়েন টক ফরমে বাংলাদেশ নামক কোন থ্রেড পেতাম না।

আপনি আমাদের সবসময় অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন। আপনার কাছে আমরা নতুনরা কৃতজ্ঞ। আপনার প্রতি দুয়া আপনি আরও সামনে এগিয়ে যান।