Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Popkon6
on 01/07/2023, 03:39:22 UTC
অফ টপিক পোস্ট এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকে আমার ১৯৭১ নাম্বার পোস্ট করা কমপ্লিট হয়েছে। যেহেতু ১৯৭১ একটি সংখ্যা হওয়া সত্বেও বাঙালি হিসেবে আমাদের কাছে এর গুরুত্ব অনেক। তাই ভাবলাম লোকাল থ্রেড এ একটি পোস্ট করে ফেলি। কবে এত পোস্ট করে ফেলেছি নিজেও জানি না। তবে এটি আজ আমার জন্য অনেক বড় একটি পাওয়া।

অনেক দিন ধরেই লোকাল কমিউনিটির সাথে আছি। আপনাদের অনেক হেল্প পেয়েছি, অনেক কিছু জেনেছি আপনাদের কাছে থেকে, সকল কিছুর জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখতে দেখতে অনেক দিন পার করে ফেললাম আপনাদের সবার সাথে। আশা করি আগামী দিন গুলো তে আপনাদের সাথে এইভাবেই থাকতে পারব ইনশাআল্লাহ। সবাইকে ঈদ এর শুভেচ্ছা। ঈদ মোবারক।




@tjtonmoy ভাই আপনি যে আপনার পোস্ট কাউন্টের সাথে সংখ্যা মিলিয়েছেন ১৯৭১ এবং আমাদের দেশ স্বাধীনতা দিবস পোস্টটা দেখে আমার খুবই মাতৃভূমির প্রতি মায়া বেড়ে উঠছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত পোস্ট করার জন্য। এবং আরো উচ্চপদ মর্যাদা উচ্চ পোস্ট দাতার রাঙ্কে পৌঁছানো আপনার পক্ষে সহজ হবে।
কিন্তু ভাই আমি একটি জিনিস লক্ষ্য করে দেখলাম আপনার Ninjastic space আপনার পোষ্ট সংখ্যা ২০২৯টি এবং কিছু পোস্ট মুছে গেছে (মডারেটর দ্বারা অথবা আপনার দ্বারা)।

বর্তমান পোস্ট= ১৯৭৪ টি
অরিজিনাল পোস্ট= ২০২৯ টি
মুছে ফেলা হয়েছে= ৫৫ টি

কালেকশন: Ninjastic Space