আবারো এ বছরের মতো চলে গেলো ঈদ আবারো সামনের ঈদ পর্যন্ত আমরা বেচে থাকবো কি না তারও কোনো গেরান্টি নাই। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। আমি কিছুদিন ব্যাস্ততার কারনে ফোরামে আসা হয় না ও বাংলা বোর্ডেও আসা হয় না। ঈদ আমাদের ধর্মীয় উৎসব যা আমরা বছরে মাত্র ২ বার পাই এটা নিয়ে আমাদের মাতামাতি থাকবে এটাই সাভাবিক তবে এখনে সেই মাতামাতিটা আমরা অনেক বেশিই দেখাচ্ছি। এখামে ভিজিট করা যাচ্ছে না ডুকলেই বড় বড় ঈদ এর শুভেচ্ছা দিয়ে ভরা। ভাই এগুলো না করলে কি হয় না? এখনে অনেক সময় সিনিয়র মেম্বাররা ঘুরতে আসে তারা এসব দেখলে কি বুঝবে? এগুলো দেখে তারা এমনিতেই বুঝে যায় যে বাংগালী কতটা উশৃংখল। ভাই বার বার নিষেধ করা সত্বেও কেন আপনারা এমন করেন আপনাদের নিজেদের কি এগুলো নিয়ে নিজেদের মধ্যে প্রশ্ন জাগে না যে এগুলো করা কি সত্যিই যুক্তিযুক্ত!
অফ টপিক পোস্ট এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকে আমার ১৯৭১ নাম্বার পোস্ট করা কমপ্লিট হয়েছে। যেহেতু ১৯৭১ একটি সংখ্যা হওয়া সত্বেও বাঙালি হিসেবে আমাদের কাছে এর গুরুত্ব অনেক। তাই ভাবলাম লোকাল থ্রেড এ একটি পোস্ট করে ফেলি। কবে এত পোস্ট করে ফেলেছি নিজেও জানি না। তবে এটি আজ আমার জন্য অনেক বড় একটি পাওয়া।
আপনার একাউন্টের প্রফাইলে লেখা অনুযায়ী আপনার পোস্ট সংখ্যা ১৯৭১ যা আমাদের দেশের একটি স্মরণীয় সাল কিন্তু আপনার একাউন্টে আরও পোস্ট করা হয়েছিল যা আপনি হয়তবা নিজেই ডিলিট করেছিলেন অথবা মোডারেটর ডিলিট করেছিলো কিন্তু আমি এতো কথায় যাবো না আপনার এটি দেখা আমার ভালো লাগছে কারন ১৯৭১ সাল ঘিরে রয়েছে বাংগালী জাতির অনেক কিছু যা ভুলে যাওয়ার মত না।
+১