প্রথম দশজন পোস্টদাতা]
3. Bd officer [30]
আই এম তো অবাক

। আমি পোস্ট করার দিক দিয়া ৩য় অবস্থানের রয়েছি। এ মাসে আমি পারিবারিক কাজে ব্যস্ততায় ভালো করে পোস্ট দিতে পারি নি। এবং আরও একটা বিষয় হচ্ছে এ মাসে নিম্নমানের পোস্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করেছি। যখন মাস শেষে দেখি ১০ জন পোস্টদাতার মধ্যে নিজের নাম দেখতে পাই সত্তিই অনেক ভালো লাগে। Learn Bitcoin ভাই কিছু দিন আগে বলেছিলেন প্রতিদিন একটি করে পোস্ট রাখার। আমিও প্রতিদিন ইনশাআল্লাহ একটি করে পোস্ট রাখার চেষ্টা করি, সামনে দিনগুলোতে ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে পোষ্ট রাখার চেষ্টা করবো।
@Crypto Library ভাই যদি কিছু মনে না করেন আপনাকে আরও একটু কষ্ট করতে বলি , যদি আরও একটা চার্ট তৈরি করতেন, এক মাসে কে কয়টা মেরিট রিসিভ করলো কে কয়টা সেন্ড করলো। আমি হয়তো পাকিস্তান বোর্ডে গিয়ে এই রকম দেখছিলাম। ভাই আশা করছি আপনার কাছে থেকে আগামী মাসে ওই রকম মেরিট কে কয়টা সেন্ড বা রিসিভ করলো সেই চার্ট দেখতে পাবো। ধন্যবাদ ভাই আপনাকে। 
প্রতিদিন একটা পোষ্ট লেখার আইডিয়াটা আবারো আমার জন্য কাজ করেছে। এজন্য নিজেই মাস শেষে বুঝতে পারি না যে আমি এতাগুলো পোষ্ট করে ফেলেছি। এভাবে যদি কন্টিনিউ করতে পারি, একদিন এই থ্রেড এর অলটাইম টপ পোষ্টারদের মধ্যে আমার নাম ও থাকবে। আমি অলরেডি ৭ নাম্বারে চলে আসছি। আমি আশা করবো সবাই এভাবে একটিভ থাকবেন। আজকে সকালে দেখলাম আমারো ২৫০ মেরিট হয়ে গেছে। এখন শুধু একটিভিটি বাড়ার অপেক্ষা।
ঈদের খুশি যেতে না যেতেই, আমরা আরো একটি খুশির সংবাদ পেলাম। আপনি ভাই অলরেডি Sr.Member হওয়ার ২৫১ টি মেধা অর্জন করে ফেলেছেন। অ্যাক্টিভিটি ২৪০ হলে আপনি sr.member হয়ে যাবেন। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা।