Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
SpaceSuite
on 02/07/2023, 22:59:26 UTC
ইনশাআল্লাহ সামনের মাসে অবশ্যই সেরা পোস্ট দাতা দের তালিকা আমরা সবাই থাকবো এবং @Crypto Library ভাই ১০ জনের তালিকা তৈরি করেছে আমি আরো ১০ জন বেশি করে মোট ২০ জনের তালিকা তৈরি করব এবং সেখানে আমরা সবাই কতগুলো পোস্ট দিয়েছি এবং কত নম্বর পজিশনে সেটা দেখতে পাবো।
সত্যি বলতে ভাই  ২০ জন কেন আরও বেশি করা যায় সংখ্যাটাকে কিন্তু আমি আসলে  প্রথম 10 জন সবচেয়ে বেশি পোস্টদাতা রেখেছি কারণ  এর মধ্যে  নতুনদের বা সবার  মধ্যে একটা এক্সট্রা অনুভূতি কাজ করবে বেশি বেশি পোস্ট করার জন্য ওই প্রথম ১০ জনের সাড়ির মধ্যে থাকার জন্য  আর এর জন্য মাত্র ১০ জন এর লিস্ট দেওয়া। প্রথমে আমি মনে করেছিলাম পাঁচ জনের দিব তারপরে ভেবে তুলতে দশজনের দিয়েছি,  আমি  আসলে মনে করি সংখ্যাটি আসলে যত বেশি থাকবে  মানুষের আকর্ষণ তত বেশি থাকবে।  এবং চেষ্টাও তত বেশি থাকবে।
তারপরও কে কয়টা পোস্ট করছেন এটা বুঝার জন্য  কার অবস্থান কোথায় রয়েছে এটা নিচে  উপস্থাপন করলামSmiley :
সর্বোচ্চ পোস্টদাতা  এর প্রথম ৩০ জনের লিস্ট:
1. Learn Bitcoin [33]
2. 2Pizza410000BTC [30]
3. Bd officer [30]
4. roksana.hee [27]
5. BD Crypto [23]
6. sj13 [19]
7. Worsh [17]
8. Poorman2 [15]
9. tjtonmoy [15]
10. Crypto Library [14]
11. Bitcoin_people [13]
12. Fuso.hp [13]
13. Dimitri94 [12]
14. LDL [12]
15. Gulttam2a2 [11]
16. synchronym [11]
17. wtsimis [11]
18. hand242 [10]
19. Little Mouse [9]
20. Nel Ghor [9]
21. Nothingtodo [9]
22. Offline33 [9]
23. Xal0lex [9]
24. Kraps712 [8]
25. Z_MBFM [8]
26. Mr.corol [7]
27. nahid5644 [7]
28. Popkon6 [6]
29. Tiger420 [6]
30. shasan [6]


ভাই, কিছু মনে কইরেন না, একখান কথা জিগাই...

BitcoinTalk এ বাংলা thread ছাড়া আর একখানও thread আছে, যেইখানে পোলাপান মাসে কে কয়খান post দিসে এই লইয়া হৈ হৈ করে?