Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 02/07/2023, 07:17:46 UTC

5. BD Crypto [23]

সত্যিই অনেক ভালো লাগছে প্রথমবারের মতো নিজেকে সেরা ১০ জন পোস্ট দাতাদের মধ্যে একজন হওয়ায়। আমরা নতুন অনেকেই লোকাল থ্রেডে যেমন একটিভ হচ্ছে তেমনি আমার অনেক সিনিয়র ভাইদের ও মিস করছি তারা লিস্টে থাকলে আরো ভাল লাগত। তাদের মধ্যে একজন LDL ভাই কারণ লোকাল বোর্ডকে সবসময় উজ্জীবিত রাখতে উনার অবদান ছিল। আমি নতুন দের পাশাপাশি সিনিয়রদেরও লিস্টে দেখতে চাই দরকার পড়লে ১০ জনের স্থানে ২০ জনের লিস্ট হবে।


meme বানানোর জন্য কোন apps ভালো হবে কেউ যদি একটু সাজেশন দিতেন।
আপনি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ Meme Generator ব্যবহার করতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের কালেকশন পাবেন এবং সুন্দর meme তৈরি করতে পারবেন। প্লে স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.zombodroid.MemeGenerator
আবার Meme তৈরি সম্পর্কে আইডিয়া পেতে ও Meme তৈরি করতে Memasik - Meme Maker অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটা একটি Meme শেয়ারিং প্ল্যাটফর্মও তাই এখান থেকে সহজে আইডিয়া নিতে পারবেন। প্লে স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.nick.memasik
আপনাকে সুস্বাগতম কারণ এখানে আপনাদের মতো নতুন মুখ সেরা পোস্টদাতাদের তালিকায় আসতে পেরেছে এজন্য আমার কাছে খুব ভালো লাগছে। একদমই একটিভ হয়ে যাইনি, আগের মত এত একটিভ থাকতে পারিনা কিন্তু এখন থেকে মাঝেমধ্যে একটিভ থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ সামনের মাসে অবশ্যই সেরা পোস্ট দাতা দের তালিকা আমরা সবাই থাকবো এবং @Crypto Library ভাই ১০ জনের তালিকা তৈরি করেছে আমি আরো ১০ জন বেশি করে মোট ২০ জনের তালিকা তৈরি করব এবং সেখানে আমরা সবাই কতগুলো পোস্ট দিয়েছি এবং কত নম্বর পজিশনে সেটা দেখতে পাবো।
@Learn Bitcoin ভাই অনেক জিনিয়াস তাই ইতোমধ্যে আমরা তার থেকে প্রমাণ পেয়েছি এবং আমরা তাকে ভবিষ্যতে বড় একটি পর্যায়ে দেখতে চাই। তার পোস্টে সর্বদা নতুনত্ব এবং ইউনিক ইনফরমেশন দেখতে পাওয়া যায়। সে এমন একটি ইউনিক পন্থায় এখানে এক্টিভ থাকে যা আমার কাছে খুবই ভালো লাগছে। সে প্রতিদিন একটি করে পোস্ট করলে ৩০ দিনে প্রায় ৩০ টি পোস্ট হয়ে যায় এবং কোন একদিন যদি একটি বা দুইটি পোস্ট বেশি হয় তাহলে সে অবশ্যই পোস্ট সংখ্যা 35 প্লাস হয়ে যাবে যা একজন অ্যাক্টিভ মেম্বারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমি তার ইউনিক আইডিয়ার প্রতি সম্মান দেখাচ্ছি। পরিশেষে তাকে এডভান্স সিনিয়র মেম্বার হওয়ার শুভেচ্ছা বিনিময় করছি।

@2Pizza410000BTC আপনি যদি ইউনিক মিমি তৈরি করতে চান তাহলে PicsArt অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তবে মাঝেমধ্যে এই অ্যাপ্লিকেশনটি সব মিমি সাপোর্ট করে না। আপনি google play store এ সার্চ দিয়ে এরকম একাধিক অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দমত যে কোন একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।