Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 04/07/2023, 05:20:32 UTC
বর্তমানে আমরা সবাই কম বেশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে  জড়িত। এর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক এবং twitter। আমরা সকলেই কমবেশি মাধ্যম দুটির সাথে জড়িত। তবে আমরা অনেকেই এর ইতিহাস সম্পর্কে জানি না। নিচে ফেসবুক এবং twitter এর সংক্ষিপ্ত সৃষ্টি ইতিহাস আলোচনা করা হলো :

@SuparCa ভাই, এই ফোরামের নাম বিটকয়েনটক [ডট] ওআরজি। এই ফোরামের নাম দেখি আপনি অবশ্যই বুঝতে পারছেন যে, এখানে বিটকয়েন বা ক্রিপ্টো-কারেন্সি রিলেটেড তথ্য শেয়ার করে সবাই। তাই আমার অনুরোধ থাকবে, আপনি যদি পোস্ট খুঁজে না পান তাহলে, নিচে আমি কিছু পোষ্টের লিংক শেয়ার করলাম নতুনদের জন্য। আপনি পোস্টগুলো পড়বেন, পড়ে জ্ঞান অর্জন করেন, এবং এখান থেকে যদি কোন টপিক না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন?

আসসালামু আলাইকুম! ধন্যবাদ, আপনাকে আমাদের বিটকয়েনটক ফোরামে যোগদান করার জন্য। আমরা আপনার সফলতা কামনা করছি এবং আপনি এই ফোরামে একটি সতর্ক, সহযোগিতা-মুলক এবং সংবেদনশীল ভাষায় বাংলা কমিউনিটি তৈরি করতে সহায়ক হবেন, ইনশাআল্লাহ।

বিটকয়েনটক এই ফোরাম সম্পর্কে অধিক জানার চেষ্টা করুন। ভালো ভালো পোস্ট পড়বেন, ভালো ভালো পোস্ট করবেন এবং ভাল ভাল পোস্টে কমেন্ট করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, আপনার পোস্ট বা কমেন্ট থেকে অন্য কোন ইউজার যেন সহায়তা পেতে পারে বা সাহায্য পায়। আমি নিচে কিছু বিটকয়েনটক ফোরামের গাইডলাইন লিংক দিয়ে দিলাম। আপনি একটু পড়ে নেবেন।

কিছু গুরুত্বপূর্ণ থ্রেড

Newbies - Read before posting
Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ
BTCtalk Activity times
FAQ: Everything you need to know about forum 'activity, account ranks and merit
Merit & new rank requirements