বর্তমানে আমরা সবাই কম বেশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে জড়িত। এর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক এবং twitter। আমরা সকলেই কমবেশি মাধ্যম দুটির সাথে জড়িত। তবে আমরা অনেকেই এর ইতিহাস সম্পর্কে জানি না। নিচে ফেসবুক এবং twitter এর সংক্ষিপ্ত সৃষ্টি ইতিহাস আলোচনা করা হলো :
@SuparCa ভাই, এই ফোরামের নাম বিটকয়েনটক [ডট] ওআরজি। এই ফোরামের নাম দেখি আপনি অবশ্যই বুঝতে পারছেন যে, এখানে বিটকয়েন বা ক্রিপ্টো-কারেন্সি রিলেটেড তথ্য শেয়ার করে সবাই। তাই আমার অনুরোধ থাকবে, আপনি যদি পোস্ট খুঁজে না পান তাহলে, নিচে আমি কিছু পোষ্টের লিংক শেয়ার করলাম নতুনদের জন্য। আপনি পোস্টগুলো পড়বেন, পড়ে জ্ঞান অর্জন করেন, এবং এখান থেকে যদি কোন টপিক না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন?