Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Gulttam2a2
on 06/07/2023, 18:41:02 UTC
আমি যদি কখনো আমাদের দেশের সরকারি বড় ধরনের কর্মকর্তা  হতাম হোক সেটা পুলিশ কিংবা র‍্যাব তাহলে সবার আগে আমি আমার দেশের জন্য  কাজ করতাম বিশেষ করে  নেশার বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নিতাম। তার কারণ এই নেশার কারণে আমাদের সমাজের ইয়াং জেনারেশনগুলো অনেক আসক্তি হচ্ছে। আমার এক প্রতিবেশী তাদের ফ্যামিলি অনেক ভালো তার বাবা মা দুজনেই চাকরি করে অথচ তার একটা ছেলে এই ছেলেকে নিয়ে তাদের ছিল অনেক পরিকল্পনা। এই নেশার কারণে তার যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল নষ্ট হয়ে গেছে। যখন সে পড়াশোনায় করতো তার বাবা-মা তাকে নিয়ে স্বপ্ন দেখত তার ছেলে ইঞ্জিনিয়ার হবে। এখন তার বাবা মা তাকে সুস্থ জীবন দেওয়ার জন্য তাকে রিহাবে পাঠিয়েছেন। এইজন্য আমার মনে হয় যদি কখনো আমি ক্ষমতা পাই আমি অবশ্যই চেষ্টা করব এই নেশা থেকে যেন আমাদের যুব সমাজ বিরত থাকে।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন ভাই এই নেশা জিনিসটাই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। হাজারো বাবা-মার স্বপ্ন নিমিষে শেষ করে দিচ্ছে।নেশার টাকা জোগাতে চুরি করেও থাকে। সবদোষ কি সন্তানদের দিলে হবে? আমার মতে বাবা-মার শাসনে কিছু ক্রুটি থাকে যার জন্য তার ছেলে লাইন থেকে বেলাইন এ চলে যায়। আপনি বলেছেন সরকারি বড় ধরনের কর্মকর্তা হলে আপনি আপনার দেশের জন্য কাজ করতেন। র‍্যাব,পুলিশ এরা সবাই দেশের জন্য কাজ করে থাকে এবং মাদক দ্রব্যের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে ঘুষের প্রবণতা বেশি। যেটি আপনাকে খুব সহজেই লোভের দিকে টেনে নিয়ে যাবে। আমার নিজ চোখে দেখেছি পুলিশ একটি ছেলেকে মাদক নিয়ে আটক করে নিয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই কিছু টাকা দিয়ে ছেলেটি ফিরে এসেছে। কিন্তু সবাই একই ধরনের তা কিন্তু নয়।চারপাশে হাজারো খারাপ মানুষের ভিড়ে একজন ভালো মানুষ থাকে এবং তাকে চুপ থাকতে হয়। মূলত আমাদের দেশটি দুর্নীতি দিয়ে ভরা। আপনি সরকারি কর্মকর্তা হয়ে যত ভালো কাজ করবেন তত উপরের লেভেল থেকে চাপ আসবে বেশি। র‍্যাব,পুলিশ অভিযান চালিয়ে অনেক মাদক দ্রব্য আটক করে যা সাধারণত আমরা টেলিভিশন বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাই।কিন্তু তারপরও দেখা যায় চারপাশে মাদকের ছড়াছড়ি তাহলে এগুলো কি প্রশাসনের চোখ এড়িয়ে আশে নাকি প্রশাসন দেখে না দেখার চেষ্টা করে? হয়ত আপনার কাছে ভালো উপায় আছে যাতে আপনি ক্ষমতা পেলে নেশাকে দমিয়ে রাখতে পারবেন। দুর্নীতির কারণে আপনি আপনার ক্ষমতার ব্যবহার সঠিকভাবে করতে পারবেন না।