Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
sj13
on 07/07/2023, 09:06:32 UTC
আমি যদি কখনো আমাদের দেশের সরকারি বড় ধরনের কর্মকর্তা  হতাম হোক সেটা পুলিশ কিংবা র‍্যাব তাহলে সবার আগে আমি আমার দেশের জন্য  কাজ করতাম বিশেষ করে  নেশার বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নিতাম। তার কারণ এই নেশার কারণে আমাদের সমাজের ইয়াং জেনারেশনগুলো অনেক আসক্তি হচ্ছে। আমার এক প্রতিবেশী তাদের ফ্যামিলি অনেক ভালো তার বাবা মা দুজনেই চাকরি করে অথচ তার একটা ছেলে এই ছেলেকে নিয়ে তাদের ছিল অনেক পরিকল্পনা। এই নেশার কারণে তার যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল নষ্ট হয়ে গেছে। যখন সে পড়াশোনায় করতো তার বাবা-মা তাকে নিয়ে স্বপ্ন দেখত তার ছেলে ইঞ্জিনিয়ার হবে। এখন তার বাবা মা তাকে সুস্থ জীবন দেওয়ার জন্য তাকে রিহাবে পাঠিয়েছেন। এইজন্য আমার মনে হয় যদি কখনো আমি ক্ষমতা পাই আমি অবশ্যই চেষ্টা করব এই নেশা থেকে যেন আমাদের যুব সমাজ বিরত থাকে।

আপনার কথাগুলো এমনি ভালো লেগেছে। বাট একটা কথা এখানে রয়ে গেছে এই নেশার পিছনে কারা  দায়ী ? বলতে পারেন। আপনি বলেছেন যে আপনি যদি সরকারি কর্মকর্তা হতেন তাহলে পদক্ষেপ নিতেন । আপনার মত আমার মত অনেক কর্মকর্তায় আছে ভাই তারা দেশের জন্য কি করছে আর আপনি একা সরকারি কর্মকর্তা হয়ে কি করবেন। এখানে সরকারি কর্মকর্তা কোন বেশি দোষী নেই কারণ কি জানেন আমরা নিজেরাই তো ভালো না।  আমরা যে জিনিসটা জানি বা জে জিনিসটা খেলে আমাদের ক্ষতি আমরা সেই জিনিসটাই বেশি করে খাই । এতে তো সরকারের কোন দোষ নেই। আমরা জেনে শুনে তারপরও সেই জিনিসটা বেশি করে করি কেন।
নেশা মানুষ কেন করে।  তার পিছনে হয়তো অনেক কারণ আছে কারণ একটা সুস্থ স্বাভাবিক মানুষ সে সহজেই নেশা করতে চাই না। তাকে বাধ্য করা হয় নেশা করার জন্য।  সেই কারণেই সে নেশায় আসক্ত হয়ে পড়ে।
সেই কারণে যে আমরা সরকারকে দোষ দেবো সেটা কি ঠিক । আমরা যে ধূমপান করি বা সিগারেট খাই  সিগারেটের খোলের গায়ের উপর  সুন্দর ভাবে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।  আমরা জেনে শুনে তারপরও কেন খায়। কেন সিগারেট কি সরকার বন্ধু করতে পারেনা ? সিগারেট সরকারি লাইসেন্স প্রাপ্ত সিগারেটের গায়ের উপর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা দিয়েও তারপরও আবার কেন তৈরি করে। কেন আমাদের বাঙ্গালীদেরকে বাঁচতে কই আবার মেরে ফেলে।
ভাই আগে আমরা নিজেরা ভালো হই,  তারপরে সমাজকে ভালো করি আস্তে আস্তে রাষ্ট্র পরিণত হবে ভালোর দিকে.. কথাটি কেউ খারাপ দিখে নেবেন না ভুল হলে ক্ষমা করবেন।