Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 14/07/2023, 09:37:08 UTC
আলহামদুলিল্লাহ আমরা মার্কেট কে ভাল পজিশন এ দেখতে পাচ্ছি কারন হল XRP কয়েন SEC এর করা মামলায় জয়ী লাভ করে যার কারনে XRP কয়েন ভাল পাম্প করছে।  তার সাথে সাথে টোটাল ক্রিপ্টো মার্কেট পজিটিভ দেখাচ্ছে। তাই FMO তে পড়ে কোনো কয়েন কিনবেন না। মার্কেট কে স্থিতিশীল হতে দিন।
হ্যা XRP আজকে হিউজ পাম্প করেছে এবং পুরো ক্রিপ্টো মার্কেট আজকে গ্রিন হয়ে গেছে। মার্কেট এই সুযোগে কতটা ভালো হবে তা সঠিক জানিনা কারণ মার্কেট এনালাইসিস করার পূর্ন জ্ঞান এখনো আমার হয়নি। এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে কোন কিছু গ্যারান্টিও দেওয়া যাবে না। তবে যেহেতু xrp এর জন্য একটি সুখবর আছে তাই XRP অনেকটা পাম্প করতে পারে। তবে আমি কাউকে উৎসাহিত করবো না যে XRP তে ইনভেস্ট করুন। সবাই যার যার ব্যক্তিগত রিসার্চ এর উপর ভিত্তি করে ইনভেস্ট করুন এটাই আমি বলবো।

Quote
তাই এখন করনীয় কি ?
এখন করনীয় হচ্ছে আপনি শর্ট ট্রেডিং এর জন্য যে কয়েন কিনছিলেন আশা করি লাভ এ আছেন!!  সেগুলা সেল না দিয়ে স্টপ লিমিট বসিয়ে রাখেন, যত উপরে যাবে স্টপ লিমিট ও উপরে নিয়ে যাবেন। আর স্টপ লিমিট হিট করলে ও তো ভাল লাভ হবে।  আশা করি বুঝতে পারছেন।
এই তথ্যটি এক বড় ভাইয়ের থেকে নেওয়া।
হ্যাঁ এটা একটি ভালো কৌশল হতে পারে মার্কেট থেকে কিছু প্রফিট সংগ্রহ করার জন্য। কারন লং টার্ম হোল্ড করলে XRP কতটা প্রফিট দিতে পারবে এতে কোন গ্যারান্টি নেই। কারণ XRP কে সচারচর পাম্প করতে দেখা যায় না ও এটির দাম অধিক হারে বৃদ্ধিও পায় না। তবে এখন তারা মামলায় জিততে পারেছে এই কারণে তাদের ওপর একটি হাইপ চলছে এটা কতদিন চলবে তা আমাদের অজানা।