Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 17/07/2023, 21:16:39 UTC
⭐ Merited by Z_MBFM (1)
আসসালামু আলাইকুম ভাইয়েরা ,  আশা করি সবাই ভাল আছেন।  এটা  আমার  বাংলাদেশ কমিউনিটিতে প্রথম পোস্ট। 
আমি মূলত  এই ক্রিপ্টো  জগতে একদমই নতুন।  শখের বসে একাউন্ট খোলা হয়েছিল এক বন্ধুর কাছ থেকে ইনফরমেশন পেয়ে,  এখন কিছুটা খালি সময় কাটতেছে তাই ভাবলাম এখান থেকে  নতুন কিছু শেখা যাক।
যাইহোক আজকে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে,  ফোরামে দেখতেছি বেশিরভাগ  ক্ষেত্রেই মানুষ বিটকয়েন হালবিং নিয়ে কথা বলছে,  আর বেশিরভাগই  এটা বলছে যে বিটকয়েন এর প্রাইস পরবর্তী  হালবিং এ  আকাশচুম্বি হবে।  বিটকয়েন হালবিং বিষয়টা কি?   আর এই সময় কেন  বিটকয়েন এর দাম  বাড়বে?
প্রথমে আপনাকে আমাদের  বাংলাদেশ থ্রেডে  স্বাগতম জানাচ্ছি।
এবার আসি আপনার বিটকয়েন হালবিং নিয়ে,  বিটকয়েন হালবিং নিয়ে কথা বলার আগে আপনাকে এটা জানতে হবে, ব্লক কি এবং   এর সময় সম্পর্কে ধারণা-
ব্লক কি এই বিষয়টি বোঝার জন্য কয়েন আলাপ থেকে  এই আর্টিকেলটি পড়তে পারেন।
ব্লক হল একটি রেকর্ড বইয়ের বিভিন্ন পৃষ্ঠার মত। একটি রেকর্ড বইয়ে ১০০ জন মানুষের রেকর্ড থাকতে পারে। যদি বলি উক্ত বইয়ের ৫০ তম ব্যক্তি, তাহলে ৫০তম ব্যক্তির রেকর্ডের পৃষ্ঠায় গিয়ে তার সম্পর্কে সব রেকর্ড দেখে নিতে পারেন। তেমনি, বিটকয়েন ব্লক হল কিছু লেনদেনের সব তথ্য ধারণ করে রাখা। প্রতিটা ব্লকে উক্ত ব্লকের সব লেনদেনের সকল তথ্য থাকে। একটি ব্লকে সর্বোচ্চ ১ মেগাবাইট কিংবা ৪ ভার্চুয়াল মেগাবাইট পর্যন্ত লেনদেনের তথ্য থাকতে পারে। source
আর প্রতিটি ব্লক মাইনিং হতে  ১০ মিনিট করে  সময় লাগে  আর এভাবে  ২১ লক্ষ মাইনিং ব্লক পরপর  একটি বিটকয়েন হালবিং  সংগঠিত হয়,  আর সময় ধরলে প্রতি চার বছর পর পর সংঘটিত হয়। এইসব ব্লক মাইনিং এর জন্য  মাইনাররা  মাইনিং পুল হিসেবে বিটকয়েন পেয়ে থাকে,  নিচের ছবিটা  তে দেখতে পাবেন  প্রতিটি হালবিং  এ  ব্লক রেওয়ার্ড   অর্ধেকে নেমে যাচ্ছে।

আর আমি মনে করি এই মাইনিং পুল  কমে যাওয়া  পাশাপাশি এর ব্যবহার ব্যাপক বৃদ্ধি পাওয়াই  হয়তো  প্রতিটি  বিটকয়েন হালবিইং  এর দাম কে আকাশচুম্বি করে তোলে।
তারপরও বিস্তারিত আরো ভালো ভাবে বুঝানোর জন্য Little Mouse  ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি,