আর প্রতিটি ব্লক মাইনিং হতে ১০ মিনিট করে সময় লাগে আর এভাবে ২১ লক্ষ মাইনিং ব্লক পরপর একটি বিটকয়েন হালবিং সংগঠিত হয়, আর সময় ধরলে প্রতি চার বছর পর পর সংঘটিত হয়। এইসব ব্লক মাইনিং এর জন্য মাইনাররা মাইনিং পুল হিসেবে বিটকয়েন পেয়ে থাকে, নিচের ছবিটা তে দেখতে পাবেন প্রতিটি হালবিং এ ব্লক রেওয়ার্ড অর্ধেকে নেমে যায়।
বিটকয়েন এর ব্লক টাইম গড়ে ১০ মিনিট। আরে প্রতি ২১০০০০ ব্লক পর হাভিং হয়, ২১ লক্ষ নয়। আপনি এইখানে মাইনিং পুল কেন বলছেন। মাইনিং রিওয়ার্ড বুঝাচ্ছেন?
বিটকয়েন হাভিং এর সাথে দাম বৃদ্ধির সম্পর্ক অবশ্যই আছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০০ বিটকয়েন সার্কুলেশন এ যোগ হচ্ছে। মাইনাররা তাদের খরচ মেইন্টেইন করতে বিটকয়েন বিক্রয় করছে। হাভিং এর পর প্রতিদিন ৪৫০ বিটকয়েন যোগ হবে। আমরা যদি চাহিদাকে কন্সটেন্ট ধরি, তবুও বিটকয়েন এর দাম দ্বিগুণ হওয়ার কথা সাধারণ যুক্তি অনুযায়ী। কিন্তু চাহিদাটা আসলে কন্সটেন্ট না, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে নিয়মিত।
যাই হোক, এইগুলো সব কাগজে কলমে হিসেব। এইরকমই যে হবে তার নিশ্চয়তা নেই। বরং, উল্টোও হতে পারে।