Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 18/07/2023, 09:08:22 UTC
বিটকয়েন এর ব্লক টাইম গড়ে ১০ মিনিট। আরে প্রতি ২১০০০০ ব্লক পর হাভিং হয়, ২১ লক্ষ নয়। আপনি এইখানে মাইনিং পুল কেন বলছেন। মাইনিং রিওয়ার্ড বুঝাচ্ছেন?
বিটকয়েন হাভিং এর সাথে দাম বৃদ্ধির সম্পর্ক অবশ্যই আছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০০ বিটকয়েন সার্কুলেশন এ যোগ হচ্ছে। মাইনাররা তাদের খরচ মেইন্টেইন করতে বিটকয়েন বিক্রয় করছে। হাভিং এর পর প্রতিদিন ৪৫০ বিটকয়েন যোগ হবে। আমরা যদি চাহিদাকে কন্সটেন্ট ধরি, তবুও বিটকয়েন এর দাম দ্বিগুণ হওয়ার কথা সাধারণ যুক্তি অনুযায়ী। কিন্তু চাহিদাটা আসলে কন্সটেন্ট না, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে নিয়মিত।
যাই হোক, এইগুলো সব কাগজে কলমে হিসেব। এইরকমই যে হবে তার নিশ্চয়তা নেই। বরং, উল্টোও হতে পারে।
মাই মিসটেক,  শূন্য গণনা করতে গিয়ে একটি বেশি করে ফেলেছি। Tongue  হ্যাঁ ভাই মাইনিং রেওয়ার্ড  বলতে গিয়েই  পুল বলে ফেলেছি।
আর হ্যাঁ  এজন্যই আপনাকে আপনাকে মেনশন,  বিস্তারিত আরো সঠিক তথ্য সামনে আসা। Grin
তবে এটা সত্য যে  প্রতিটা  হালভিং এই যে ,  বিটকয়েনের প্রাইস  ঊর্ধ্বগতি হবে  এটা কোন  বিশ্লেষকই  গ্যারান্টি দিয়ে দেয় না।  কারণ তাদের মতে  হালভিং সম্পর্কিত  ডাটা এখনো আমাদের নিকট কম  কারণ এখনো পর্যন্ত হালভিং  মাত্র চারটি সংগঠিত হয়েছে।
তবে যে যাই বলুক না কেন  আমি মনে করি না যে হালভিং এরপর  উল্টো ঘটনা আমরা দেখতে পাবো।  কেননা  ওই যে এর ব্যবহার আর চাহিদা,  টাকার মান কমে কারণ টাকা প্রতিনিয়ত প্রিন্টিং করা হচ্ছে  এর কোন লিমিটেশন নাই আর অন্যদিকে  বিটকয়েন সীমিত  আর এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে।