Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 18/07/2023, 11:18:25 UTC
⭐ Merited by Z_MBFM (1)
এ পর্যন্ত তিনটি হ্যালভিং হয়েছে যথাক্রমে ২০১২, ২০১৬ ও ২০২০ সালে এবং পরবর্তী হ্যালভিং ইভেন্ট ২০২৪ সালের এপ্রিল বা মে মাসে আশা করা যাচ্ছে। ২০১২ সালে হ্যালভিং এ মাইনিং রিওয়ার্ড ৫০ BTC থেকে ২৫ BTC হয়। এরপর ২০১৬ সালে ২৫ থেকে ১২.৫ BTC এবং সর্বশেষ ২০২০ সালে হ্যালভিং ইভেন্টে তার অর্ধেক ৬.২৫ BTC হয় মাইনিং রিওয়ার্ড। আশা করি এখন নিজেই বের করতে পারবেন ২০২৪ সাল বা তার পরবর্তীতে কত হবে।
বিটকয়েন হালভিং ২০০৯ সাল থেকে শুরু হয়েছে ২০২৪ সাল ও তারও পরবর্তী ২১৪০ সাল পর্যন্ত হালভিং সময়সূচি শেয়ার করলাম। প্রত্যেকটা হালভিং ইভেন্ট এর পরে বিটকয়েনের দাম বেড়ে যায়। তাই যারা বিটকয়েনে বিনিয়োগ করতে যাচ্ছেন তাদের বিটকয়েন হালভিং ইভেন্ট আসার আগেই বিনিয়োগ করা উচিত।
https://www.talkimg.com/images/2023/07/18/Zi3Mw.jpeg[/img]]=https://twitter.com/Vivek4real_/status/1679445645973651456?t=ZPvssU9yiuFWjsW6Naq36g&s=19

https://www.talkimg.com/images/2023/07/18/ZiIq3.jpeg[/img]]=https://twitter.com/Vivek4real_/status/1677996213675671553?t=ZPvssU9yiuFWjsW6Naq36g&s=19