এ পর্যন্ত তিনটি হ্যালভিং হয়েছে যথাক্রমে ২০১২, ২০১৬ ও ২০২০ সালে এবং পরবর্তী হ্যালভিং ইভেন্ট ২০২৪ সালের এপ্রিল বা মে মাসে আশা করা যাচ্ছে। ২০১২ সালে হ্যালভিং এ মাইনিং রিওয়ার্ড ৫০ BTC থেকে ২৫ BTC হয়। এরপর ২০১৬ সালে ২৫ থেকে ১২.৫ BTC এবং সর্বশেষ ২০২০ সালে হ্যালভিং ইভেন্টে তার অর্ধেক ৬.২৫ BTC হয় মাইনিং রিওয়ার্ড। আশা করি এখন নিজেই বের করতে পারবেন ২০২৪ সাল বা তার পরবর্তীতে কত হবে।