যাইহোক আজকে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে, ফোরামে দেখতেছি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিটকয়েন হালবিং নিয়ে কথা বলছে, আর বেশিরভাগই এটা বলছে যে বিটকয়েন এর প্রাইস পরবর্তী হালবিং এ আকাশচুম্বি হবে। বিটকয়েন হালবিং বিষয়টা কি? আর এই সময় কেন বিটকয়েন এর দাম বাড়বে?
আশা করি এখন বিষয়টা বুঝতে পেরেছেন আসলে বিটকয়েন হেলভিং এর সময় কি ঘটে। অর্থাৎ তখন মাইনিং রিওয়ার্ড অর্ধেক হয়ে যায়। আর যখন মাইনিং রিওয়ার্ড কমে যাবে তখন বিটকয়েন এর সার্কুলেটিং সাপ্লাই এর আগের হেলভিং এর থেকে অর্ধেক যোগ হবে। বিটকয়েনের মাইনিং কমে অর্ধেক হয়ে যাবে। তখন স্বাভাবিকভাবে মার্কেটে বিটকয়েন এর যোগান ও কমে যাবে অন্যদিকে চাহিদা বৃদ্ধি পাবে। যখন চাহিদা ক্রমান্বয়ে প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে কিন্তু যোগান একটা নির্দিষ্ট সময় পরপর কমে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে।
তবে ইতিহাস ঘাটলে দেখা যায় বিটকয়েনের মূল্য হেলভিং এর সময় বা পর পরই বৃদ্ধি পায় না বরং এটা হ্যালভিং এর পর ৬ থেকে ১২ মাস এর মধ্যে বৃদ্ধি পেতে দেখা যায়। আবারো হ্যালভিং এর আগে প্রাইস কিছুটা পাম্প করে। এ পর্যন্ত তিনটি হেলপিং হয়েছে যথাক্রমে ২০১২, ২০১৬ ও ২০২০ সালে এবং পরবর্তী হ্যালভিং ইভেন্ট ২০২৪ সালের এপ্রিল বা মে মাসে আশা করা যাচ্ছে। ২০১২ সালে হ্যালভিং এ মাইনিং রিওয়ার্ড ৫০ BTC থেকে ২৫ BTC হয়। এরপর ২০১৬ সালে ২৫ থেকে 12.5 BTC এবং সর্বশেষ ২০২০ সালে হ্যালভিং ইভেন্টে তার অর্ধেক ৬.২৫ BTC হয় মাইনিং রিওয়ার্ড। আশা করি এখন নিজেই বের করতে পারবেন ২০২৪ সাল বা তার পরবর্তীতে কত হবে। আর কিছুটা হাইপ ও তৈরি হয় হ্যালভিং এর পরে তাই মার্কেট অস্বাভাবিক পাম্প লক্ষ্য করা যায়। তাই সঠিক সময়ে মার্কেটে অবস্থান নেয়ার জন্য অবশ্যই হ্যাভিং এর আগেই ইনভেস্ট করাটাই সঠিক সিদ্ধান্ত।