Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 18/07/2023, 12:12:46 UTC
প্রথমে Future অপশনে জান এরপর Leaderboard এ গিয়ে Top Future Trader list থেকে টপারদের প্রফাইল ভিউ করুন তারপর তার প্রফাইল থেকে Position অপসনে গেলে দেখতে পাবেন সে বর্তমানে কোন টোকেনটি ফিউচারে কিনেছেন কত দামে  Entry নিয়েছে এবং Short এ নিয়েছে নাকি Long এ নিয়েছে। তবে এখানে দেখা যাবে না যে সে কত x Leverage নিয়েছে এক্ষেত্রে আপনি ৩-৫ গুন ব্যবহার করুন। এবং দীর্ঘসময় এটি ধরে না রেখে ৫-৬$ এর মতো প্রফিট হলেই ছেড়ে দিন। এভাবে প্যানিক না হয়ে প্রতিদিন অল্প অল্প করে ট্রেড করুন। আশা করি বড় দলের রসের সম্মুখীন হতে হবে না। তবে ফিউচার ট্রেনিং যেহেতু অনেক রিস্কি তাই সবসময় এটি থেকে সতর্ক থাকুন।
ইনটারেস্টিং! আমি কখনো এটিা খেয়ালই করিনি। যেহেতু আমি ট্রেডিং তেমন একটা করি না বললেই চলে, এসব খেয়াল করা হয় না। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে মেথড টা শেয়ার করলেন, আপনি কি এটা ট্রাই করেছেন? মানে একই ভাবে আপনি নিজে ট্রেড করে দেখেছেন? হতো পারে লিডারবোর্ড এর লোকগুলো বাইনান্স এর ভেতরের লোক, যে কোনো সময় অনেক বড় লস ও করতে পারে। নিজের ট্রেডিং করার ধারনা না থাকলে অন্যের টা ফলো করতে গিয়ে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি।

কোনো একটা মেথড শেয়ার করার আগে নিজে যদি ট্রিাই করে সাকসেস হোন, সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি ট্রাই করে থাকেন, তাহলে আপনার এক্সপেরিয়েন্স মেয়ার করতে পারেন। আমি জানতে আগ্রহী !