~snip
বিষয় টা আমার জানা ছিলো না। এইরকম একটা ট্রিক শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। সাকসেস চান্স অনেক বেড়েযাবে এইটা ফলো করলে। তবে একটা বিষয় আমি এখনও কনফিউজড। লিডারবোর্ড এ কি ট্রেডিং ভলিউম এর উপর ১/২/৩ এইভাবে দেওয়া থাকে নাকি তাদের ট্রেডিং প্রফিট এর উপর দেওয়া থাকে? কারন মান্থলি ROI এবং PNL এ তাদের রেড অর্থাৎ লস দেখাচ্ছে। তবে ডেইলি এবং উইকলি তে ভালোই লাভ আছে। এখন তাদের লেভারেজ এবং ওপেন ট্রেড এর সম্পর্কে ধারনা না পাইলে সঠিক ভাবে ফলো করা সম্ভব না।
এক্ষেত্রে নিজের এনালাইসিস কাজে লাগিয়ে তাদের সাথে মিলিয়ে ট্রেড করতে পারলে ভালো হবে আশা করি। কারন প্রোফেশনাল ট্রেডাররা ও লস খায়। তবে আইডিয়া টা অনেক ভালো।