Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
shasan
on 18/07/2023, 17:03:01 UTC
বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় ৪০০ তম পেজে আমরা আসতে সক্ষম হয়েছি।
সত্যিই দেখা ভালো লাগছে সকলেই অনেক সময় ব্যয় করেছেন যার ফলে এত দূর পর্যন্ত আমরা অতিক্রম করতে পেরেছি।
আমাদের সকলের উচিত আরও সময় বেশি দেওয়া তাহলে হয়তো আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব।
আমরা সবাই যদি নিঃস্বার্থভাবে চেষ্টা করি, তাহলে অবশ্যই খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব। কিন্তু দুঃখের বিষয় নিঃস্বার্থভাবে চেষ্টা করা হয়তোবা সম্ভব হবে না। কারণ সবাই কোন না কোন কোন ভাবে ব্যস্ত থাকে। আমি নিজেও কোন প্রয়োজন ছাড়া বা একেবারে ফ্রি সময় ছাড়া এই টপিকে পোস্ট করতে পারি না। এজন্য নিজেকে স্বার্থপর বলতে বা স্বার্থপর ভাবতে কোন কারপণ্য নেই।