Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 19/07/2023, 11:59:21 UTC
কয়েক মাস আগে আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। তাই চিন্তা করে দেখলাম যে বসে থাকার থেকে নতুন একটা কিছু শেখার চেষ্টা করি। বাংলা লোকাল বোর্ড ফোরামের এটি আমার প্রথম পোস্ট এবং সকলে সার্বিক সহযোগিতা করবেন নতুন কিছু শিখতে পারি আপনাদের মাধ্যমে।
আপনাকে বাংলা লোকাল থ্রেড এ স্বাগতম। ফোরামে যেহেতু জয়েন করেছেন, আপনার যদি শেখার এবং জানার জেনুইন ইন্টারেষ্ট এবং ধৈর্য্য থাকে, তাহলে ফোরাম থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন । অদুর ভবিষ্যতে হয়তো আপনার চলার মতো পকেট মানিও ফোরাম থেকে ইনকাম করতে পারেন। যেটা বাংলাদেশেরেএভারেজ ইনকামের সমান বা তার বেশি।

আমি আপনার কিছু পোষ্ট চেক করেছি। আপনার ইংরেজি তে দক্ষতা আছে। পড়ার এবং লেখার জেনুইন ইন্টারেষ্ট থাকলে সহজেই রেংক আপ করতে পারবেন। নতুন হিসাবে ফোরামের রুলস গুলো পড়ে আসতে পারেন। এই থ্রেড এর প্রথম পেইজ এ কয়েকটা পোষ্ট এর লিংক আছে। গুরুত্বপূর্ণ কিছু টিস, সাজেশন আছে, দেখে আসতে পারেন। কয়েকটা জিনিস মাথায় রাখবেন, কপি পোষ্ট করবেন না, এ আই ব্যবহার করবেন না। এই দুইটা মাস্ট। আপনার জন্য শুভ কামনা।
আমরা যারা এখানে নতুন নতুন পোস্ট করি তারা সবাই এখানে এসেই খুব অধৈর্য হয়ে পড়ি। আমরা সাধারণত অধৈর্য হয়ে যাই এই ভেবে যে পোস্ট করি কিন্তু মেরিট ও রেঙ্ক আপ করি না কেন?
মেরিট ও রেঙ্ক আপ খুব তাড়াতাড়ি সম্ভব নয় কেননা বিটকয়েন ফোরামের একটি নির্দিষ্ট সিস্টেমেটিক উপায় থাকে যে ফর্মুলার মাধ্যমে রেঙ্ক আপ হয়। তবে মেরিট অর্জন করতে আমাদের মধ্যে আলাদা কিছু যোগ্যতা থাকতে হয়। এই যোগ্যতার প্রমাণ পাওয়া যায় আমাদের পোস্ট কোয়ালিটি দেখে। এখানে যারা আমাদের মেরিট প্রদান করে তারা সবাই আমাদের মেধা যাচাই করে আমাদের পোস্টগুলো যাচাই করে।
@learn Bitcoin ভাই অবশ্য এই মূল্যবান জিনিসটাই এখানে বলেছেন। আমাদের ভেতর যা আল্লাহ তায়ালা নিয়ামত হিসাবে দিয়েছেন তা আমরা প্রমাণ করে সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাদের সুদৃষ্টি পেলে ই আমরা ভবিষ্যতে আমাদের রাঙ্ক আপ করতে পারব।