আমি এমন ও নিউট্রাল দেখেছি যেখানে লেখা আমি তাকে এটা রিকোয়েষ্ট করেছি, সে আমার রিকোয়েষ্ট রাখে নাই

, ভাই এইটা কোনো নিউট্রাল ট্যাগ হইলো?
এইটা কার সম্পর্কে বলছেন? জানা দরকার। নিউট্রাল ট্যাগ আসলে খুব ভালো কাজে দেয় যদি কেউ সেটাকে সঠিকভাবে ব্যবহার করে। কিন্তু কিছু অতি চালাক যারা ফোরামে একটা কিছু হওয়ার পায়তারা করতেছে তারা এইটাকে খুব খারাপ পর্যায়ে নিয়ে গেছে।
আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD?
আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
পাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল দেখুন-
পাই নেটওয়ার্কপাই নেটওয়ার্ক এখনো কোন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নি। তাই এর কোন দাম নাই বলা চলে। তবে পাই কয়েনের IOU (I owe you) ভার্সন অনেকেই তালিকাভুক্ত করেছে। এই কয়েন শুধু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না কিংবা কোন ওয়ালেটে নিতে পারবেন না। কারন, ব্লকচেইনে এর কোন অস্তিত্বই নেই।