আসলে পাই টোকেন নিয়ে আমিও চরম দ্বিধা দ্বন্দ্বে আছি। এটার বর্তমান মূল্য xt.com এ প্রায় $৩০০ হলেও বাইরে এর মূল্য অনেক কম। এটি মার্কেটপ্লেস এর বাইরে মাত্র $.৩৫-$৪০ এ কেনা বেচা চলছে। এবং এটি এক্সচেঞ্জারে ডিপোজিট বা উড্রো করা যায় না। সব মিলে পাই নেটওয়ার্ক এর টোকেন নিয়ে আমি প্রচন্ড ধোয়াসার মধ্যে আছি। এবং আমি দীর্ঘদিন ধরে পাই টোকেন মাইনিং করে যাচ্ছি যা নিয়েও আমি দূরচিন্তার মধ্যে আছি।
এত দ্বিধাদন্তে থাকার দরকার নেই ভাই চোখ বন্ধ করে এটা থেকে দৌড় মারুন ভুলেও যেন ইনভেস্ট না করেন। ক্রিপ্ত কারেন্সিতে স্ক্যামিং এর কথা তো আর নতুন করে বলতে হবে না ওয়ান কয়েন আরো কি কি যেন ছিল ভুলে গেছি যাই হোক 2019 সালে এটি যখন স্টার্ট হয় মানে পাই এপ্লিকেশনটি যখন ডেভেলপমেন্ট করা হয় তখন একটা হাইপের মধ্য দিয়ে এটা কোটি কোটি মানুষের একটা কমিউনিটি গড়ে তুলেছে।
যদিও এখন এর মাইনিং কম আগের মতন নেই তারপরও আমি একটা সাধারন জিনিস বলে যাই দেখেন কোটি কোটি মানুষের হাতে এই অ্যাপ্লিকেশনটি আছে বা ছিল এবং তারা বেশিরভাগই কিছু না কিছু মাইনিং করেছে তো এক্ষেত্রে মাইনিংহওয়া কয়েন এর সংখ্যা কিন্তু কম নয়, আর এর বেশিরভাগ মানুষই কিন্তু ওয়েট করতেছে কখন এই কয়েনটার একটা ভ্যালু এড হবে এবং সেটা সেল করে কিছু ইনকাম করবে, এখন এটা যদি লিস্টেড হয় বা এপ্সে থাকা কয়েন গুলো কখনো সেল করা যায় যদিও আদৌ এটা হবে কিনা জানিনা তারপরেও যখন এটা লিস্টেড হবে তখন বেশিরভাগ মানুষই এটা সেল করা শুরু করে দিবে এবং তখনই সাথে সাথে ঘটবে এটার ধর পতন। লুনার কথা হয়তো আমরা ভুলে যাইনি তাই না ভাই
