Post
Topic
Board Other languages/locations
Re: কাস্টম ইউজার নোট এবং কোড গুলোকে ক্লিক বোর
by
RewFrew
on 22/07/2023, 17:16:23 UTC
~~
~~
আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD?
আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
পাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল দেখুন- পাই নেটওয়ার্ক
পাই নেটওয়ার্ক এখনো কোন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নি। তাই এর কোন দাম নাই বলা চলে। তবে পাই কয়েনের IOU (I owe you) ভার্সন অনেকেই তালিকাভুক্ত করেছে। এই কয়েন শুধু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না কিংবা কোন ওয়ালেটে নিতে পারবেন না। কারন, ব্লকচেইনে এর কোন অস্তিত্বই নেই।
এই টোকেনের কথা কি বলব  Grin ভাই আমি XT Exchange থেকে ৩ টা Pi Token কিনেছিলাম যখন এর দাম $25/$26 করে ছিল। অন্য অন্য এক্সচেঞ্জ এ $70/80 করে ছিল দাম আমার মূলত লোভ ছিল XT Exchange থেকে কিনে অন্য এক্সচেঞ্জ এ সেল করবো। কিন্তু যখন উদ্র করতে গেলাম তখনই দেখি সাসপেন্ড করা। বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে  Grin

আসলে পাই টোকেন নিয়ে আমিও চরম দ্বিধা দ্বন্দ্বে আছি। এটার বর্তমান মূল্য xt.com এ প্রায় $৩০০ হলেও বাইরে এর মূল্য অনেক কম। এটি মার্কেটপ্লেস এর বাইরে মাত্র $.৩৫-$৪০ এ কেনা বেচা চলছে। এবং এটি এক্সচেঞ্জারে ডিপোজিট বা উড্রো করা যায় না। সব মিলে পাই নেটওয়ার্ক এর টোকেন নিয়ে আমি প্রচন্ড ধোয়াসার মধ্যে আছি। এবং আমি দীর্ঘদিন ধরে পাই টোকেন মাইনিং করে যাচ্ছি যা নিয়েও আমি দূরচিন্তার মধ্যে আছি।