Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 23/07/2023, 07:45:46 UTC
Pi এর মতো Play Store আরো অনেক App আছে, যেগুলো মাইন করে অনেক ভালো ইনকাম করা যায়। যেমন : Sidra Bank, Satoshi ইত্যাদি। আবার অনেক App আছে যেগুলো Fake। এ ধরনের Fake app ব্যবহার করলে আপনার অনেক তথ্য চুরি হওয়ার সম্ভবনা থাকে।
যে দুইটা এপ এর কথা বললেন, এরা কি পেমেন্ট দেয়া শুরু করেছে? বা অোপনি কি পেমেন্ট পেয়েছেন? যেমনটা আমি আগের পোষ্ট এ বলেছি, মোবাইল দিয়ে মাইনিং করা যায়, এমন কোনো এপ ই আমি বিশ্বাস করি না। মোবাইলের প্রসেসর খুব কম পাওয়ারফুল একটা জিনিস। এটা দিয়ে তেমন কেনো গানিতিক সমাধান সম্ভব নয়। মোবাইলের প্রসেসরের মাইনিং প্রফিট্যাবিলিটি অনেক আগে চেক করেছিলাম, সম্ভবত ১ বছরে ১০-১৫ টাকা মাইনিং করার মতো ক্ষমতা রাখে এসব প্রসেসর। এখন আপনাকে যদি কোনো কোম্পানি সত্যিই পেমেন্ট‘ করে, এখানেও ঝামেলা আছে। এরা যে আপনার তথ্য চুরি করবে না, সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না।

আমরা বর্তমান সময়ে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম বিটকয়েন বিয়ার মার্কেটের মধ্যে অবস্থান করছি। ২০১৫ এর সালে বিয়ার মার্কেট ৩৮৬ দিন যাবত দীর্ঘছিলো। ২০১৯ সালে ২০৪ দিন ছিলো, ২০২০ সালে ৩৭ দিন যাবত দীর্ঘ ছিলো। কিন্তু বর্তমান সময়ে ২০২২-২০২৩ সালে এখন পর্যন্ত ৪৯০ দিন এর বেশি সময় ধরে বিয়ার মার্কেট চলছে। আমরা মনে হচ্ছে খুব শিগ্রই বুল মার্কেট দেখতে পাবো মনে হচ্ছে ২০২৪ সালে দেখতে পাবো।


শুধু ২০২৩ সালের কথা বললে আমারা অলরেডি বুল মারকেট এ আছি। ২০২৩ এর শুরুর প্রাইস ছিলো ১৬৫০০ ডলারের মতো। আর এখন তা প্রায় ডাবল। পয়েন্ট অফ ভিউ পাল্টিয়ে পজেটিভ হয়ে যান  Grin