Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
King333
on 23/07/2023, 16:43:48 UTC
একটি বিটকয়েন টক আইডি সাসপেন্ডেড হলে সেটা কি অন্য একটি বিটকয়েন টক আইডি দিয়ে দেখার সুযোগ রয়েছে যে এটি সাসপেন্ডেড কিনা? নাকি থার্ড পার্টি সাইট এর হেল্প নেওয়া লাগে। কিছুদিন আগে একটি সাসপেন্ডেড আইডি নিয়ে আমাদের বাংলা লোকাল গ্রুপে কথা হচ্ছিল কিন্তু আমি ওই আইডির প্রোফাইলে ঢুকে কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কি আসলে সাসপেন্ডেড আইডি নাকি অন্য কিছু। দয়া করে বড় ভাইরা একটু হেল্প করবেন একটি আইডি সাসপেন্ডেড কিনা সেটা কিভাবে বের করা যায় বা বোঝা যায়। আমার জানা মতে এই সাইটের মাধ্যমে আইডি চেক করা যায়। https://bpip.org/
কিন্তু আমি জানতে চাচ্ছিলাম নরমালি বিটকয়েন টক আইডির মাধ্যমে সাসপেন্ডেড একাউন্ট দেখা যায় কিনা।

অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে কিনা তা শুধুমাত্র অ্যাডমিনই দেখতে পারেন। অ্যাডমিনকে জিজ্ঞাসা করা ছাড়া একটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিতভাবে নির্ধারণ করার কোনো উপায় নেই (তারা খুব কমই উত্তর দেবে)। শুধুমাত্র theymos এবং badbear এই দুজন অ্যাডমিনের কাছে সেই তথ্য আছে কিন্তু আমি মনে করি তারা তা প্রকাশ করবে না আর আমার মনে হয় আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে কিনা তা জানতে তাদের মধ্যে একজনকে বিরক্ত করা উচিত। আমি অ্যাডমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা উত্তর দেয় না। তবে আপনি যদি অ্যাকাউন্টের মালিক হন তবে আপনি লগইন করার সময় নিষেধাজ্ঞার বার্তা দেখতে পাবেন, অন্য ব্যবহারকারীরা অ্যাকাউন্টটি নিষিদ্ধ কি না তা খুঁজে পাবেন না।
https://ibb.co/FJ3qrZh
অ্যাডমিনরা খুব কমই উত্তর দেয় কারণ তারা যদি ব্যবহারকারীদের তাদের pm করার ক্ষমতা দেয় তবে সেখানে হাজার হাজার পিএম ইনবক্সে থাকবে যার উত্তর দেওয়া কঠিন।
আপনি এখানে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করতে পারেন: https://bitcointalk.org/index.php?board=24.0

অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে। সেখানে আপনার সমস্যা পোস্ট করুন। অ্যাডমিন আপনার প্রশ্নের উত্তর দেবেন যদি তিনি কাছাকাছি থাকেন বা কিছুক্ষণের মধ্যে।