এটি সত্যিই অসাধারণ ভাই। এক্সটেনশনটি নেওয়ার পরে এখন সবকিছু ডিসপ্লে তে দেখা যায়। যাক আরো অনেক কিছু সহজ হয়ে গেল। ধন্যবাদ ভাই। ❤️❤️❤️
এইটা যে আমার কি পরিমান হেল্প করেছে বা অন্যদেরও করতেছে তা আসলে বর্ণনা করা যাইবে না। অনেক সময় বাঁচিয়ে দিতেছে আমাদের এইসব ফোরাম টুলস গুলো। তাই আমি সব সময় বিভিন্ন ফোরাম টুলস গুলো এক্সপ্লোর করি আর যেটা ভালো লাগে সেটা এই বাংলাদেশ থ্রেডে শেয়ার করি।
নতুন যারা যারা আছেন বা এই টুল সম্পর্কে জানেন না তাদেরকে বলব ফোরামে এরকম অনেক টুলস আছে কিন্তু ফোরামকে ভালোভাবে এক্সপ্লোর করতে আমি নিম্নের কয়েকটা কে সবার জন্য প্রেফার করব: