Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 25/07/2023, 04:02:08 UTC
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এটি নিশ্চিতভাবে বলা যায় যে বিটকয়েন আর কোন দিন সেই পজিশনে আসবে না। সময়ের পরিবর্তনের সাথে বিটকয়েনেরও সেই অবস্থারও পরিবর্তন হয়ে গেছে। তাই অতীত নয় বর্তমান সময়টিকেই গুরুত্ব দেওয়া উচিত। বিটকয়েন ক্রয় করার ইচ্ছা থা্কলে এখনি উপযুক্ত সময়।

আপনি ঠিকই বলেছেন ভাই। আমি বিটকয়েনের সাথে প্রথম পরিচিত হই ২০১৫ সালে। ঠিক মনে নাই আনুমানিক ২০১৫ সালের শেষের দিকে, বিটকয়েনের প্রাইস দেখেছিলাম ২৩০ ডলার মাত্র। তখন কিছু বিটকয়েন কেনার ইচ্ছা পোষণ করেছিলাম। তার কিছুদিন আগে বিটকয়েন সর্বনিম্ন নেমেছিল ১৭২ ডলারে। তাই ভেবেছিলাম যে হয়তো আরো কিছুটা কমবে তারপর কিছু কিনব ১০০ বা ১৫০ ডলারের ভিতরে হইলে কিছু কিনব। কিন্তু সেটা কিনা হলো না তার পরের বছরই ২০১৬ তে যারা আমি কিছু বিটকয়েন কিনি প্রায় ১২০০ ডলারে। অল্প কিছু বিটকয়েন সাতোশি কিনেছিলাম। সেই পরিমাণ বিটকয়েন আমি ১৬০০০ ডলারে সেল দেই। তাই আমি বলবো যদি কেউ কিছু বিটকয়েন কেনেন তাহলে এখনি কিনতে পারেন।