Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 27/07/2023, 12:18:30 UTC
⭐ Merited by Z_MBFM (1)
joeperry, Utopia এর হয়ে আবারো (১৮ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalk.org/index.php?topic=5460878

ভাই এটা ২২তম রেফেল ছিলো। আপনি পোষ্ট করছেন না দেখে Crypto Library ভাই গতকালকে পোষ্ট করেছিলো। হয়তো আপনি খেয়াল করেন নি।

তবে ফোরামে আমি মুলত MTFE বিষয়টি নিয়ে পোস্ট করেছিলাম কারন সেখানে ট্রেডিং কথা বলা হয়। তারা ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিং এর মত কথা বলে গ্রাহকদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডিং আমি পছন্দ করি কিন্তু তারা প্রফিটের গ্যারান্টি কিভাবে দেয়? যে যাই বলুক এগুলো হল লোক দেখানো আড়ালে যা চলে তা হল এম এল এম বিজনেস।
আমিও MTFE তে জয়েন করার ইনভাইটেশন পেয়েছি খুব কাছের একজনের কাছ থেকে। আর সে একজন মেয়ে ইউটিউবার, যার ফেসবুকে ১ মিলিয়নের বেশি ফলোয়ার আছে। ফ্রি-ফায়ার গেম নিয়ে ভিডিও এবং লাইভ ষ্ট্রিম করে থাকে। যেহেতু সে একজন পাবলিক ফিগার, তাই নাম প্রকাশ করছি না। আমার সাথে ভালো সম্পর্ক থাকার কারনে আমাকে ফোন করে প্রায় ২০ মিনিট অনেক কিছু বুঝালো। তারপর যখন আমি তাকে বুঝালাম, তবুও সে নাছোড় বান্দা।

সর্বশেষ তাকে বুঝালাম, দেখো তুমি একজন ষ্ট্রিমার, তোমাকে অনেকে ফলো করে। হয়তো তুমি এটা করে অনেক টাকা কামিয়ে নিতে পারবা, কিন্তু তোমার ফলোয়ার গুলো সব বিপদে পড়ে যাবে। আর তোমার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যাবে। অনেক বুঝানোর পড়ে সে সিদ্ধান্ত নেয় যে তার ফলোয়ারদের এসব বলবে না। কিন্তু সে নিজে ঠিকই ইনভেষ্ট করেছে।