Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 28/07/2023, 08:41:50 UTC
যাদের কাছে টুইটার আছে তারা আপডেট করে নিলে  নতুন লোগো ও নাম দেখতে পাবেন।
হা হা হা এলন মাস্ক তার x.com কে আবারো চালু করতে চাচ্ছেন। x.com ছিলো এলন মাস্ক এর প্রথম অনলাইন বিজনেস যা ছিলো একটা অনলাইন ব্যাংক। পরে এলন মাস্ক তার x.com নিয়ে paypal এর সাথে যুক্ত হয় এবং এর পরেও সে যখন paypal এর CEO হিসেবে দায়িত্ব পালন করেন তখন তিনি পেপাল এর নাম আবারো x.com করার সিদ্ধান্ত নেয় কিন্তু অন্যান্য বোর্ড মেম্বার এটিকে মেনে নেয় না । এর পর এক সময় পেপালকে Ebay এর কাছে বিক্রি করে দেওইয়া হয়। এবং এলন মাস্ক তার ভাগের টাকা দিয়ে শুরু করে বৈদ্যুতিক গাড়ির কোম্পানি TESLA আর SpaceX । এখন সে টুইটার কেনার পর টুইটার এর উপর তার সেই X নামটি প্রয়োগ করলো। তার এই পাগলামিগুলাই তারে অন্যের থেকে আলাদা হিসেবে সবার মাঝে উপস্থাপন করে। বিষয়টা দেইখা অনেক মজা পাইলাম।

SSC দের জন্য কিছু কথা 2023

হয়তো এখানে শেয়ার করা ঠিক হচ্ছে কিনা তা জানি না।
ভাই জানেন যে এইসব জিনিষ ফোরামে পোস্ট করা ঠিক না তার পরেউ কেনো করেন। বুঝিনা আপনি তো এখানে নতুন না । অনেকদিন যাবত এখানে আছেন তারপরেও কেনো এসন কাজ করেন। এটা ক্রিপ্টো রিলেটেড ফোরাম তাই এখানে ক্রিপ্টো রিলেটেড বিসয় ব্যাতিত অন্য কিছু পোস্ট করবে না । এগুলো এখানে আবর্জনার মতো দেখায় এসব কাজের জন্যই আমাদের বাংলা বোর্ডের কোনো ডেভেলপ হয় না। আমি বুঝি না আপনারা এগুলো বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভান করে প্রতিনিয়ত এমন করেই যান যতই বার বার না করা হয়।