আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।
অল্প বিদ্যা ভয়ংকরী। যেসব এপ আপনি সাজেশন করলেন, এগুলো কি আপনি নিজে ব্যাবহার করে দেখেছেন? এরা আসলে পেমেন্ট করে? নাকি প্রশ্ন দেখে নেট থেকে সার্চ করে একটা লিষ্ট বানিয়ে দিলেন শুধু? কোনো কিছু শেয়ার করার আগে ভেবে চিন্তে শেয়ার করবেন। আপনার জন্য কেউ বিপদে পরুক, সেটা নিশ্চই চাইবেন না।
অন্য মাইনিং অ্যাপগুলো কখনো ব্যবহার করিনি বাট Pi মাইনিং অ্যাপ টা রিয়েল। আমি আর আমার এক বড়ভাই Pi মাইনিং যখন শুরু তখন থেকে মাইন করতাম। কিছু দিন আগে তিনি তার অনেকগুলো কয়েন বিক্রি করেন, প্রায় ৮০-৯০ হাজার টাকায়। যদি Pi অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকে এবং KYC সহ বাকি যা যা প্রয়োজন সব ওকে থাকে তাহলে আপনি অবশ্যই Pi থেকে মাইন করে টাকা পাবেন।
নোট: নতুন ব্যবহারকারীরা হয়তো এখন তেমন সুবিধা করতে পারবেন না, কারণ এখন আগের মতো দ্রুত মাইন হয়না। যারা একেবারে প্রথম থেকে এই প্রজেক্ট এর সাথে জড়িত ছিল শুধুমাত্র তারাই মোটা অংকের একটা লাভ করতে পেরেছে।